Viral Video

বক্সিং রিংয়ে দুই রোবটের ধুন্ধুমার লড়াই, চলল লাথি, ঘুষিও! ভাইরাল ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়া

রোবটদের কুস্তি খেলা দেখতে বক্সিং রিংয়ের চারদিকে ভিড় জমিয়েছেন দর্শক। দু’-তিন মিনিট ধরে কুস্তি করল তারা। একটি রোবট অন্য রোবটকে লাথি মেরে ফেলে দিলেও সে আবার উঠে দাঁড়িয়ে আক্রমণ করতে শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৬:৩৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কুস্তি লড়ার জন্য প্রস্তুত দুই রোবট। বক্সিং রিংয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তারা। নির্দেশ পেলেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বে। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে লড়াই শুরু হল তাদের। ক্রমাগত ঘুষি এবং লাথি মেরে চলেছে দু’টি রোবট। এমনকি, মাঝেমধ্যে দাঁড়িয়ে কুস্তিগিরের মতো হাত মুঠো করে লাফাচ্ছেও তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ভাইরালরাশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি রোবট কুস্তি লড়তে ব্যস্ত। একে অপরকে হারানোর জন্য ক্রমাগত ঘুষি এবং লাথি মেরে যাচ্ছে। এমনকি, কুস্তিগিরদের মতো হাত মুঠো করে লাফিয়েও ফেলছে মাঝেমধ্যে।

রোবটদের কুস্তি খেলা দেখতে বক্সিং রিংয়ের চারদিকে ভিড় জমিয়েছেন দর্শক। দু’-তিন মিনিট ধরে কুস্তি করল তারা। একটি রোবট অন্য রোবটকে লাথি মেরে ফেলে দিলেও সে আবার উঠে দাঁড়িয়ে আক্রমণ করতে শুরু করে। তার পর হাতাহাতির পর্যায়ে চলে গেল তারা। রোবট দু’টিকে এই পরিস্থিতিতে দেখে সেখানে উপস্থিত এক ব্যক্তি সেখানে গিয়ে তাদের ছাড়িয়ে নেন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি চিনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কনফারেন্স’-এ (ডব্লিউএআইসি) ঘটেছে। ৮০০টির বেশি সংস্থা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। অনুষ্ঠানের প্রদর্শনীতে ৬০খানা রোবটের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাপ্রাপ্ত ৫০টি যন্ত্র রাখা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement