—প্রতীকী ছবি।
সাত দিনের ব্যবধানে দু’বার জেগে উঠল ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে আট দিনের মধ্যে দু’বার অগ্ন্যুৎপাত লক্ষ করা গিয়েছে। যদিও অগ্নুৎপাতের মাত্রা খুব বেশি ছিল না। ব্যারন দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হিসাবে স্বীকৃত। পোর্ট ব্লেয়ার থেকে সমুদ্রপথে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরি। সরকারি তথ্য অনুযায়ী, শেষ ২০২২ সালে জেগে উঠেছিল সেটি। অগ্ন্যুৎপাতও হয়েছিল আগ্নেয়গিরির ছাই এবং পাথর দিয়ে তৈরি জনমানবহীন সেই দ্বীপে। এর পর প্রায় তিন বছর পর গত ১৩ এবং ২০ সেপ্টেম্বর আবার ওই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
ব্যারেন দ্বীপ ৮.৩৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর নিকটতম জনবসতিপূর্ণ স্থান হল স্বরাজ দ্বীপ (হ্যাভলক দ্বীপ) এবং নরকোন্ডাম দ্বীপ। উভয়ই প্রায় ১৪০-১৫০ কিলোমিটার দূরে। উল্লেখ্য, ব্যারন দ্বীপ ভারতীয় এবং বার্মিজ টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। আন্দামান ও নিকোবর প্রশাসনের তথ্য অনুযায়ী, ব্যারেন দ্বীপে প্রথম অগ্ন্যুৎপাত ঘটে ১৭৮৭ সালে। তার পরে যথাক্রমে ১৯৯১, ২০০৫, ২০১৭ এবং ২০২২ সালে ছোটখাটো অগ্ন্যুৎপাত ঘটে ওই আগ্নেয়গিরিতে। কিন্তু এখন সাত দিনের মাথায় ব্যারেন দ্বীপ পর পর দু’বার জেগে ওঠায় কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।
ব্যারেন দ্বীপের অগ্ন্যুৎপাতের একাধিক ভি়ডিয়ো প্রকাশ্যে এসেছে। তার মধ্যে একটি ভিডিয়ো ‘ইনসাইটফুল জিয়োপলিটিক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা।