Viral Video

সম্মুখসমরে জলহস্তী এবং কুমির! বিশাল প্রাণীর সামনে কী অবস্থা হল জলের রাজার? ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নদীর ধারে বসে বিশ্রাম নিচ্ছে একটি ভয়ঙ্কর কুমির। এমন সময় নদীর জল নড়ে উঠল। নদী থেকে ধীর গতিতে উঠে এল একটি বিশাল জলহস্তী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৭:২৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল ভয়ঙ্কর একটি কুমির। হঠাৎ জল থেকে উঠে এল মস্ত জলহস্তী। দু’জনে দু’জনকে দেখে তর্জন-গর্জন শুরু করল। একে অপরের দিকে তেড়েও গেল। তার পর কী ঘটল? সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নদীর ধারে বসে বিশ্রাম নিচ্ছে একটি ভয়ঙ্কর কুমির। এমন সময় নদীর জল নড়ে উঠল। নদী থেকে ধীর গতিতে উঠে এল একটি বিশাল জলহস্তী। কুমিরকে শুয়ে থাকতে দেখে জলহস্তীটি সে দিকেই এগিয়ে গেল। এর পর দু’জনে একে অপরকে এক বার দেখে নিয়েই ঝাঁপিয়ে পড়ল। মস্ত হাঁ করে মেপে নিল প্রতিপক্ষকে। যদিও গর্জনই সার হল কুমিরের। মারমুখী জলহস্তীকে দেখে যেন খানিক মিইয়ে গেল সে। উল্টো দিকে ঘুরে তড়িঘড়ি পালাল। জলহস্তীটি তাকে এলাকাছাড়া করে আবার জলে চলে গেল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘বেচারা কুমির ভুল প্রাণীর সঙ্গে লড়াই করতে যাচ্ছিল। আর একটু হলেই বেঘোরে প্রাণটা যেত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বাপরে, জলহস্তী এত শক্তিশালী!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement