ঘুরতে গিয়ে হাতির সঙ্গে নিজস্বী নেওয়ার চেষ্টা! মূল্য চোকাতে হল কেরলের এক পর্যটক যুবককে। যুবককে তাড়া করে তাঁকে পিষে দেওয়ার চেষ্টা করল মত্ত হাতিটি। যুবকের প্রাণ রক্ষা পেল কোনও মতে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বান্দিপুর ব্যাঘ্রপ্রকল্পে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কর্নাটকের বান্দিপুর ব্যাঘ্রপ্রকল্পে ঘুরতে গিয়েছিলেন কেরলের বাসিন্দা এক যুবক। সেখানে ব্যস্ত রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মস্ত হাতির সঙ্গে একটু দূর থেকে নিজস্বী নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই কেরামতির ফল ভাল হয়নি। যুবককে দেখে তেড়ে যায় মত্ত হাতিটি। রাস্তা পেরিয়ে যুবকের পিছনে দৌড়তে শুরু করে। থমকে যায় যানবাহন চলাচল। যুবকও তাড়া খেয়ে দৌড়তে গেলে কিছু দূর যাওয়ার পরেই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাতিটি পদপিষ্ট করার চেষ্টা করে যুবককে। তবে সঙ্গে সঙ্গে আবার ছেড়েও দেয়। আহত হন যুবক। বর্তমানে চিকিৎসাধীন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টিম ঝাট অফিসিয়াল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। যুবকের আচরণের সমালোচনা করেও সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শুধু নিজস্বী তোলার জন্য জীবনের ঝুঁকি নেওয়া বোকাামি। বরাতজোরে বেঁচেছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কিছু পর্যটক ঘুরতে গিয়ে আহাম্মকের মতো কাজ করে। বেশি হিরো সাজতে গিয়ে প্রাণ খোয়াতে হচ্ছিল। বন্যপ্রাণীদের বিরক্ত করার আগে এর পর দশ বার ভাববেন।’’