Bizarre Relationship

প্রেমিককে খুঁজে দেন শয্যাসঙ্গী, সম্পর্ক অটুট রাখতে যৌনস্বাদের বদলও করেন! তরুণীর দাবিতে হইচই নেটপাড়ায়

খোলামেলা সম্পর্কে থাকা ওই তরুণ-তরুণীর নাম গ্রেগরি এবং নাতাশা। নাতাশার দাবি, গ্রেগরি যে শুধু তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন তেমনটা নয়, আরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন গ্রেগরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ০৭:৫৬
Share:

—প্রতীকী ছবি।

সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের সমীকরণেও বদল আসছে। বিভিন্ন কারণে ‘ওপেন রিলেশনশিপ’ বা খোলামেলা সম্পর্ক এখন তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় হয়েছে। সমাজমাধ্যমে নজর রাখলেই চোখে পড়ে, কেউ কেউ দাবি করেছেন, তাঁরা আছেন ‘ওপেন রিলেশনশিপে’। একগামী সম্পর্ক থেকে বেরিয়ে এসে বহুগামী সম্পর্কের পথে হাঁটছে যুব প্রজন্ম। সে রকমই ‘ওপেন রিলেশনশিপ’-এ থেকে সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন এক যুগল। কিন্তু কেন?

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খোলামেলা সম্পর্কে থাকা ওই তরুণ-তরুণীর নাম গ্রেগরি এবং নাতাশা। নাতাশার দাবি, গ্রেগরি যে শুধু তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন তেমনটা নয়, আরও একাধিক মহিলার সঙ্গেও সম্পর্কে রয়েছেন। এবং প্রেমিকের শয্যাসঙ্গী খুঁজে বার করার দায়িত্ব তাঁর উপরই রয়েছে। নাতাশা জানিয়েছেন, তাঁদের মতোই ‘ওপেন রিলেশনশিপে’ যেতে চান, এমন মহিলাদের খুঁজে বার করেন তিনি। গ্রেগরির সঙ্গে ঘনিষ্ঠ হতে রাজি করান তাঁদের। নাতাশা এবং গ্রেগরির বিষয়টি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও হইচই পড়েছে।

সংবাদমাধ্যমে নাতাশা আরও জানিয়েছেন, তাঁর সঙ্গে গ্রেগরির আলাপ একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। কথা বলার পর একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করেন তাঁরা। ‘ওপেন রিলেশনশিপে’ যাওয়ার সিদ্ধান্তও নেন। কিছু সময় সম্পর্কে থাকার পরেই নাতাশা ঠিক করেন, গ্রেগরিকে অন্য শয্যাসঙ্গী খুঁজে দেবেন তিনি। অন্য মহিলাদের সঙ্গে প্রেমিককে ‘ডেট’ করতেও সাহায্য করবেন। তেমনটা করা শুরুও করেন। এ রকম করে তাঁদের সম্পর্ক আরও অটুট হয়েছে বলেও দাবি করেছেন যুগল।

Advertisement

তবে নাতাশা এ-ও জানিয়েছেন যে, তাঁর ওই রকম জীবন তাঁর মা-বাবা মেনে নিতে পারেননি। নাতাশার কথায়, ‘‘আমার বাবা-মা এটা বোঝেন না। কিন্তু আমি বিশ্বাস করি, খোলামেলা সম্পর্কে থাকা বিয়ের থেকে ভাল।’’

নাতাশা এবং গ্রেগরির বিষয়টি সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে। বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচনার মুখোমুখিও হয়েছেন তাঁরা। তবে যুগলের সমর্থনে কথা বলতেও দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement