ছবি: এক্স থেকে নেওয়া।
ফাঁকা জায়গা দেখে বিশ্রাম নিচ্ছে মা। সামনে ‘কবাডি খেলছে’ তিন ব্যাঘ্রশাবক। খুনসুটি করছে একে অপরের সঙ্গে। একে অপরের উপর লাফিয়ে-ঝাঁপিয়ে চলছে খেলা। তেমনই একটি মন ভাল করা ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যাঘ্রশাবকের নিজেদের মনে খেলাধুলো করার ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন এক বন্যপ্রাণ চিত্রগ্রাহক। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন প্রাক্তন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি পোস্ট করে প্রাক্তন বনকর্তা লিখেছেন, ‘‘আমাদের বনে এর চেয়ে বেশি সুন্দর দৃশ্য আর কিছুই নয়। অনাবিল আনন্দ।’’
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি বাঘ বসে বিশ্রাম নিচ্ছে। ঠিক তার সামনে খেলা করছে তিনটি ছোট ব্যাঘ্রশাবক। লাফিয়ে লাফিয়ে ধাওয়া করছে একে অপরকে। অন্য দিকে, মা বাঘটি বিশ্রাম নিলেও তার নজর কিন্তু শাবকগুলির দিকে। সন্তানদের কীর্তিকলাপ শান্ত ভাবে নজর রাখছে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োয় ইতিমধ্যেই হাজার হাজার লাইক পড়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দেখে মনে হচ্ছে শাবকগুলি কবাডি খেলছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বাঘটি এখন সন্তানদের দিকে নজর রাখছে শান্ত ভাবে। কিন্তু যখন-তখন হিংস্র হয়ে উঠতে পারে।’’