Viral Video

জলে হলুদ মেশাতেই ম্যাজিক! আলোর ছটা ঘরময়, কী এই ‘টারমারিক গ্লো’ ট্রেন্ড? নেপথ্যে কোন বিজ্ঞান? ভাইরাল ভিডিয়ো

কী এই ‘টারমারিক গ্লো’ ট্রেন্ড? ওই ট্রেন্ডে গা ভাসাতে বিশেষ খরচ লাগবে না। একটি মোবাইল, জলভর্তি স্বচ্ছ গ্লাস, এক চামচ গুঁড়ো হলুদ বা একটি ভিটামিন বি২-এর ক্যাপসুল থাকলেই হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৬:০৮
Share:

—প্রতীকী ছবি।

মোবাইল ফোনের ফ্ল্যাশ আলোর উপর বসানো জলভর্তি স্বচ্ছ কাচের গ্লাস। আর তাতে এক চামচ জল দিলেই ম্যাজিক! হলুদ আলোর আভা ছড়িয়ে পড়ছে সারা ঘর জুড়ে। আপাতত এমনই এক ট্রেন্ডে গা ভাসিয়েছেন নেটাগরিকেরা! গা ভাসিয়েছেন নামী-অনামী তারকা এবং নেটপ্রভাবীরাও। পুরো বিষয়টি ক্যামেরাবন্দিও করে রাখছেন অনেকে। সেই সংক্রান্ত একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। যদিও সে সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

কিন্তু কী এই ‘টারমারিক গ্লো’ ট্রেন্ড? ওই ট্রেন্ডে গা ভাসাতে বিশেষ খরচ লাগবে না। একটি মোবাইল, জলভর্তি স্বচ্ছ গ্লাস, এক চামচ গুঁড়ো হলুদ বা একটি ভিটামিন বি২-এর ক্যাপসুল থাকলেই হবে। প্রথমে ওই স্বচ্ছ গ্লাসে জলভর্তি করে নিতে হবে। এর পর অন্ধকার ঘরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উল্টো করে রেখে দিতে হবে মোবাইলটি। জলভর্তি গ্লাসটি এর পর মোবাইলের ফ্ল্যাশের উপর রেখে দিতে সাবধানে। এর পর ওই স্বচ্ছ জলে এক চামচ হলুদগুঁড়ো বা একটি ভিটামিন বি-২-এর ট্যাবলেট ভেঙে দিলেই ব্যস! উজ্জ্বল আলোর ছটায় ভরে যাবে চারদিক। তৈরি হবে এক মনোরম দৃশ্য। আর এখন সেই ট্রেন্ডেই মেতে উঠেছেন নেটাগরিকেরা।

কিন্তু কেন এমনটা হচ্ছে? নেপথ্যে রয়েছে কোন বিজ্ঞান? আসলে অতিবেগনি রশ্মির আলোতে ভিটামিন বি২ বা রাইবোফ্ল্যাভিন জলকে উজ্জ্বল করে তোলে। কারণ, ওই পদার্থের জলের মধ্যে আলো বিচ্ছুরণের বৈশিষ্ট্য রয়েছে। হলুদেও এই রাইবোফ্ল্যাভিন থাকে। আর সেই কারণেই মোবাইল ফ্ল্যাশে রাখা গ্লাসভর্তি জলে হলুদগুঁড়ো বা ভিটামিন বি২ মেশালেই আলোর ছটা দেখতে পাওয়া যায়।

Advertisement

সম্প্রতি ‘লেটসঅলটার’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ওই ট্রেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হলুদ আলোর বিচ্ছুরণ দেখে কী ভাবে খুশিতে মেতেছে একটি শিশু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement