Viral Video

স্বামীরা নেশা করে অশান্তি পাকাচ্ছে, গার্হস্থ্য হিংসা বাড়ছে, দাবি তুলে গ্রামের মদের দোকান ভাঙলেন মহিলারা, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিরাওলি এলাকায় আগ্রা-জয়পুর জাতীয় সড়কের ধারে মহুয়া গ্রামের একটি মদের দোকানকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে অসন্তোষ ছিল স্থানীয় মহিলাদের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫২
Share:

মদের দোকানে স্থানীয়দের ভাঙচুর। ছবি: এক্স থেকে নেওয়া।

স্বামী-সন্তানেরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। বাড়িতে বাড়িতে অশান্তি, গার্হস্থ্য হিংসার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এবং এর জন্য দায়ী মদ। তেমনটাই দাবি করে স্থানীয় মদের দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালেন গ্রামের মহিলারা। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরা জেলার মহুয়া গ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়োও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিরাওলি এলাকায় আগ্রা-জয়পুর জাতীয় সড়কের ধারে মহুয়া গ্রামের একটি মদের দোকানকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে অসন্তোষ ছিল স্থানীয় মহিলাদের মধ্যে। ওই মহিলাদের দাবি, দোকানটির কারণে সহজেই মদ হাতে পেয়ে যাচ্ছেন তাঁদের স্বামী এবং পুত্রেরা। মদ খেয়ে বাড়িতে এসে ঝামেলাও করছেন। ফলে গৃহশান্তি নষ্ট হচ্ছে। বাড়িতে বাড়িতে বৃদ্ধি পাচ্ছে গার্হস্থ্য হিংসার ঘটনা। স্থানীয় মহিলাদের দাবি, এই নিয়ে কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ করার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরেই বিষয়টি নিজেদের হাতে তুলে নেন গ্রামের মহিলারা। বুধবার লাঠি হাতে দোকানের সামনে জড়ো হন তাঁরা। এর পর মদের দোকানে ঢুকে ভাঙচুর চালান। মদের বোতলগুলি ভেঙে ফেলেন। এলাকা জুড়ে বিশৃঙ্খলা ছড়ায়। ভিড় জমে যায় দোকানের বাইরে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ওই ভাঙচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দোকানের কাছের সিসি ক্যামেরা খতিয়ে দেখে ভাঙচুরের সঙ্গে যুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Advertisement

মদের দোকান ভাঙচুরের ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মজ়হার খান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement