Viral Video

একসঙ্গে ভালবাসার রিল বানাতেন, কিছু দিন পর প্রেমিকের সাহায্যে সেই স্বামীকেই খুন তরুণীর! ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রসুলপুর গ্রামের বাসিন্দা নিহত যুবকের নাম অনিল (৩২)। আট বছর আগে কাজল নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর। তিন সন্তান রয়েছে দম্পতির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৪:৫১
Share:

অনিল এবং কাজলের রিলের দৃশ্য। ছবি: এক্স থেকে নেওয়া।

স্বামীর সঙ্গে রাস্তায় ঘুরে ঘুরে রিল বানাতেন। পরিকল্পনা করে প্রেমিক এবং বন্ধুকে দিয়ে সেই স্বামীকেই খুন করালেন এক বধূ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের রসুলপুর গ্রামে। প্রকাশ্যে এসেছে ওই বধূর স্বামীকে খুনের ভয়াবহ পরিকল্পনা এবং সেই পরিকল্পনা কার্যকর করার কাহিনি। তরুণী এবং তাঁর স্বামীর রিল ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রসুলপুর গ্রামের বাসিন্দা নিহত যুবকের নাম অনিল (৩২)। আট বছর আগে কাজল নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর। তিন সন্তান রয়েছে দম্পতির। বছর দুয়েক আগে আকাশ নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন কাজল। সে কথা চাপা থাকেনি অনিলের কাছে। স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে প্রতিবাদ করেন তিনি। এর পরেই অনিলকে হত্যার ছক কষেন আকাশ এবং কাজল। অভিযোগ, গত ২৫ অক্টোবর অনিলকে ঘুমের ওষুধ খাইয়ে দেন কাজল। এর পর অনিল যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তাঁকে গঙ্গানগর সেতুতে নিয়ে যান আকাশ এবং আকাশের এক বন্ধু। গঙ্গানগর সেতুর কাছেই অনিলকে শ্বাসরোধ করে খুন করা হয়। এর পর মৃতদেহ খালে ফেলে দেওয়া হয়।

বিষয়টি প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে উত্তরপ্রদেশ জুড়ে। সেই আবহে কাজল এবং অনিলের বেশ কয়েকটি রিল ভিডিয়োও ভাইরাল হয়েছে। তার মধ্যে ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বামীর হাত ধরে রাস্তায় হাঁটছেন কাজল। রোম্যান্টিক গান বাজছে নেপথ্যে। সেই ভিডিয়ো দেখেই হতবাক নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, কী করে এক জনের সঙ্গে ভালবাসার রিল বানিয়ে তাঁকে কিছু দিনের মধ্যে খুন করা সম্ভব? অনিলের প্রতি কাজলের ভালবাসাকে ‘অভিনয়’ তকমাও দিয়েছেন কেউ কেউ। পুরো বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়েছে। রিল ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মর্মান্তিক! এখানেই বোঝা যায়, সমাজমাধ্যমে যুগলেরা যা দেখান, বাস্তবের সঙ্গে তার কোনও মিল থাকে না। মানুষ ভয়ানক বিশ্বাসঘাতক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অপরাধ নিয়ে টেলিভিশন শোয়ের একদম যোগ্য গল্প।’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘মুখে মধু, মনে বিষ। রিল দেখে বোঝা যাচ্ছে না যে বধূর মনে কত বিষ ছিল স্বামীর প্রতি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement