SIR in West Bengal

রাজ্যে ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিং-এ মেলেনি এখনও! ডিজিটাইজ়েশন হয়েছে কত এনুমারেশন ফর্ম? বলল কমিশন

ডিজ়িটাইজেশন শেষ হলে ম্যাপিংয়ে নাম না-মেলা ভোটারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে কমিশন। ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। ৪ ডিসেম্বর ফর্ম জমার শেষ দিন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২২:৩০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যে এখনও পর্যন্ত ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিং-এ মিলছে না। রাজ্যের বর্তমান ভোটারের সঙ্গে বাংলা-সহ দেশের অন্য রাজ্যের শেষ বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর তালিকা (যা ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন রাজ্যে হয়েছিল) মিলিয়ে ওই তথ্য পাওয়া গিয়েছে নির্বাচন কমিশন থেকে।

Advertisement

নির্বাচন কমিশন সূত্রের খবর, চলতি এসআইআর প্রক্রিয়ায় বুধবার দুপুর পর্যন্ত রাজ্যে ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজ়েশন হয়েছে। পরবর্তী পর্যায়ে সেগুলি ম্যাপিংয়ের আওতায় আনা হয়। তাতে দেখা যায় আপাতত রাজ্যের ২৬ লক্ষ ভোটারের নাম শেষ এসআইআরের সঙ্গে ম্যাপিং করানো (মেলানো) যাচ্ছে না। ডিজ়িটাইজেশন শেষ হলে এই তথ্য আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে কমিশন।

ভোটার তালিকায় ‘ম্যাপিং’-এর অর্থ— এ বছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালে শেষ এসআইআর-তালিকা মিলিয়ে দেখা। দুই তালিকায় কত জনের নাম অভিন্ন, দেখা হয় তা। সঙ্গে দেখা হয়, এখনকার ভোটার তালিকায় থাকা কোনও ভোটারের মা-বাবার নাম গত এসআইআরের তালিকায় রয়েছে কি না। এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান এমনিতেই। এ বার ম্যাপিংয়ে অন্য রাজ্যকেও জুড়ে দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর সূত্রে এ কথা জানা গিয়েছে।

Advertisement

কমিশন জানিয়েছে, ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্য ধরে ধরে বিভিন্ন পর্যায়ে দেশে এসআইআর হয়েছিল। তখনকার তালিকায় কোনও ভোটার বা তাঁর পরিবারের নাম থাকলেও, পরে তাঁরা বাংলায় চলে আসেন। ফলে সেই সব ভোটারকেও ম্যাপিংয়ে আনা প্রয়োজন। কারণ, তাঁরাও দেশের নাগরিক। তাই বাংলার সঙ্গে অন্য রাজ্যের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। সেখানেই এই ২৬ লক্ষের নাম উঠে এসেছে। নাম মিলছে না মানেই চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে এমনটা নয়। কমিশনের বক্তব্য, যাঁদের তথ্য মিলেছে, তাঁদের আলাদা করে কোনও নথিপত্র বা প্রমাণ দাখিল করতে হবে না। কমিশনের দেওয়া আবেদনপত্র (এনুমারেশন ফর্ম) ভর্তি করলেই চলবে। যাঁদের নামের মিল বা সূত্র পাওয়া যাবে না, তাঁদের ক্ষেত্রে নথিপত্র-যাচাই করা হবে।

রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজারেরও বেশি। তার মধ্যে বুধবার পর্যন্ত বিলি হয়েছে ৭ কোটি ৬৪ লক্ষ ৬৮ হাজারেরও বেশি ফর্ম। অর্থাৎ, প্রায় ৯৯.৮ শতাংশ। ডিজিটাইজ়েশন হয়েছে ৬ কোটি ১ লক্ষ অর্থাৎ প্রায় সাড়ে ৭৮ শতাংশ এনুমারেশন ফর্ম। এ বারের এসআইআর পর্বে বার বার ‘অনুপ্রবেশ তত্ত্বে’ শাণ দিয়েছে বিজেপি। কিন্তু ম্যাপিং-এর গতিপ্রকৃতি দেখে কমিশনের একটি সূত্র জানাচ্ছে, পশ্চিমবঙ্গে গত এসআইআরের তুলনায় নাম না-মেলা ভোটার সংখ্যার সঙ্গে বিহারের ম্যাপিং-এর ফলের খুব বেশি ফারাক হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement