Heckle

Love: বধূকে প্রেমের প্রস্তাব, সালিশি ডেকে যুবককে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরাল মোড়লরা

মহিলার অভিযোগ, তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছেন এক যুবক। পাশাপাশি, ‘আলাপ-পরিচয়’ করার জন্য ওই মহিলার ফোন নম্বরও যুবক চান বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৪ মে ২০২২ ১৯:৩৩
Share:

যুবককে নিগ্রহের অভিযোগ। নিজস্ব চিত্র।

বধূকে প্রেমের প্রস্তাব দেওয়ায় এক সালিশি ডেকে যুবককে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠল। এই ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়ার কেশাইপুরের। সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
কেশাইপুরের এক মহিলার অভিযোগ, তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছেন এক যুবক। পাশাপাশি, ‘আলাপ-পরিচয়’ করার জন্য ওই মহিলার ফোন নম্বরও যুবক চান বলে অভিযোগ। ওই মহিলা বিষয়টি গ্রামের কয়েক জনকে জানান। এর পর গত বৃহস্পতিবার সালিশিসভা ডাকা হয় কেশাইপুর গ্রামে। সেখানে ওই যুবককে ধরে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর নিদান দেয় সালিশিসভা। সেই নিদান অক্ষরে অক্ষরে পালন করা হয় বলেও অভিযোগ। যুবককে ওই অবস্থায় গ্রামে ঘোরানোর ভিডিয়ো ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।

Advertisement

অভিযোগকারিণীর বক্তব্য, ‘‘সব্জিহাট সংলগ্ন এলাকায় অপরিচিত ওই যুবক আমার মোবাইল নম্বর চেয়েছিল। আমাকে প্রেমের প্রস্তাবও দেয়। গ্রামের মোড়লদের এ কথা বলতেই তাঁরা ওকে ‘টাইট’ দেওয়ার ব্যবস্থা করে দিলেন।’’

সালিশিসভায় এ হেন নিদান নিয়ে আপত্তি জানিয়েছেন সুবীর বিশ্বাস নামে স্থানীয় মানবাধিকার এক কর্মী। তিনি বলেন, ‘‘ভালবাসার প্রস্তাবের ধরন নিয়ে আপত্তি থাকতেই পারে। তবে এই ধরনের ঘটনা খুব খারাপ উদারহণ।’’

Advertisement

হরিহরপাড়া থানার ওসি অমিত নন্দী এ প্রসঙ্গে বলেন, ‘‘বিষয়টি আমরা শুনেছি। তবে কোনও লিখিত অভিযোগ না থাকায় আমরা এগোতে পারিনি। অভিযোগ এলে নিশ্চয় তদন্ত করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন