প্রায় দু’ বছর হতে চলল অতিমারির। করোনা-আতঙ্কে অনেকেই পার্লার বা সাঁলোয় যাওায়ার ঝুঁকি নেয়নি। ফলে, মাঝের এই দীর্ঘ সময়ে চুল ব়েড়ে গিয়েছে অনেকের। ভাবছেন, চুল ছোট করে না কাটায় নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন না চুল নিয়ে? লম্বা চুলেও কিন্তু অনেক পরীক্ষা-নিরীক্ষা করা যায়। উপলক্ষও আছে হাতের কাছেই! এ বারের কালীপুজোয় তাক লাগিয়ে দিন চুলের অভিনব সাজে। কেমন হতে পারে আপনার চুলের স্টাইল?
১) বিনুনি হল বাঙালি কন্যের একেবারে সনাতনী সাজ। কিন্তু সেই গতানুগতিক ধাঁচে বিনুনি না করে এ বার তাতে দিতে পারেন একটু অন্য রকম রূপ। পিছনের দিকে বিনুনি না করে সামনের দিকের চুল নিয়ে করুন। তার পর এক দিকে কানের পিছনে গুঁজে দিন। পিছনের চুল খোলাই রাখুন।