নুডলস কিংবা ফ্রায়েড রাইস খাঁটি ভারতীয় খাবার কিংবা একেবারে বাঙালি খাবার, এমন যদি কেউ মনে করেন, তিনি ব্যাকরণগতভাবে ভুল হলেও আসলে কথাটা খুব একটা ভুল নয়। পশ্চিমবঙ্গে, কলকাতা শহরের রাস্তাঘাটে, কলেজে ক্যান্টিনে, স্কুলে কিংবা অফিসে প্রিয় টিফিন, দ্বিপ্রাহরিক ভোজ কিংবা নৈশভোজ মানেই যেন ফ্রায়েড রাইস। কলকাতার অন্যতম চিনে খাবারের ঠেক চাউম্যানের ফ্রায়েড রাইস খেয়ে পছন্দ করবেন না এমন লোক মেলা ভার। এই রেস্তরাঁর রেসিপি ফাঁস করলেন দেবাদিত্য চৌধুরী। জানালেন, এ বারের পুজোয় হোম ডেলিভারির পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে। রেস্তরাঁতে মানা হচ্ছে সমস্ত বিধি জানালেন দেবাদিত্য।
রইল চাউম্যানের ফ্রায়েড রাইসের রেসিপি