দিনে দিনে প্রযুক্তি যত উন্নত হয়েছে, ইন্টারনেট সংযোগ যত ভাল হয়েছে, মানুষ কম্পিউটার-ল্যাপটপ ছেড়ে প্রায় দরকারি সব কাজ হাতের মধ্যে থাকা মুঠোফোনেই করে ফেলছে। অফিসের মেল হোক কি ক্যামেরায় তোলা ছবি শেয়ার, সিনেমা দেখা হোক কি ট্রেনের টিকিট বুক করা, হাতের মোবাইলে এখন সব সম্ভব। তাহলে খামোখা আবার অনেকগুলো টাকা খরচ করে একটা যন্ত্র কিনতে যাবেন কেন?
প্রথমত, এখন এই ধারণা রাখা ভুল যে ল্যাপটপ কম্পিউটার মানেই অনেক খরচ। মোটামুটি ৩০ হাজার টাকা থেকে শুরু ল্যাপটপে আপনি সাধারণ ওয়েব ব্রাউজিং থেকে টুকটাক এডিটিং অবধি করতে পারবেন! অবশ্যই চোখের পলকে আপনার সব কাজ করবে না এই দামের মধ্যে ল্যাপটপ, কিন্তু যা দাম সেই তুলনায় বর্তমানে আরও বেশি পরিমাণ কাজ করতে পারবেন।
দ্বিতীয়ত, অনেকেই মোবাইলের ছোট ডিসপ্লেতে ভিডিও-সিনেমা দেখা পছন্দ করেন না। তাঁদের জন্য ট্যাবলেট অথবা ল্যাপটপ, দুটোই বাজারে উপস্থিত। ট্যাবলেটের প্রধান অসুবিধে, তাতে ইউএসবি পোর্ট পাবেন না, ফলে পুজোয় কেনা ডিএসএলআর-এ তোলা ছবি ব্যাকআপ রাখতে পারবেন নাহার্ড ডিস্কে। একটা হার্ড ডিস্ক থেকে আর একটি হার্ড ডিস্কে কপি করা অথবা ল্যাপটপের হার্ড ডিস্কে সেভ করে রাখা কখনওই ট্যাবলেটে সম্ভব নয়। কারণ, সাধারণত একটি ল্যাপটপ ৫০০ জিবি স্টোরেজ থেকে শুরু হয়, আর ট্যাবলেট ১২৮ জিবি অবধি, কিছু ক্ষেত্রে ২৫৬ জিবি বা আরও বেশি হয়, কিন্তু তার দাম প্রচুর!