তাওয়াং বৌদ্ধমঠ: অরুণাচলের তাওয়াং শহরেই আছে ভারতের বৃহত্তম বৌদ্ধমঠ। এক কথায় অপূর্ব, অবর্ণনীয়। দশ হাজার ফুট উঁচুতে সপ্তদশ শতকে নির্মিত এই মঠ তার সোনালি চুড়ো, অত্যন্ত আকর্ষণীয় কারুকলা, এক বিশাল-সুউচ্চ বৌদ্ধমূর্তির জন্য পৃথিবীময় প্রসিদ্ধ। মঠের প্রাচীন পুঁথির সংগ্রহের টানে দূর-দূরান্ত থেকে ইতিহাসবিদ ও বৌদ্ধ পন্ডিতরা এই মঠে আসেন। এ ছাড়াও তাওয়াং ভ্যালি’র সৌন্দর্য মনোমুগ্ধকর। সবুজ গালিচা ভরা মাঠে বসে দূরের পাহাড় চুড়োর দিকে তাকিয়ে সময় কী ভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বোঝাও যায় না।
জিরো উপত্যকা: অনেক ভূ-পর্যটকের মতেও জিরো উপত্যকার সামনে সুইজারল্যান্ডের আলপস্ পর্বতের উপত্যকাগুলোও নাকি নগণ্য!। এখানকার নিস্তব্ধ উপত্যকা, রঙিন গ্রামে ততোধিক রঙিন 'আপাতানি' উপজাতীয় সম্প্রদায়ের মানুষ, তাল-এ ‘ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি’ এবং প্রকৃতির মাঝে হাইকিং পর্যটকদের ব্যাপক আকৃষ্ট করে। সেপ্টেম্বর মাসে এখানে এলে 'জিরো অ্যানুয়াল মিউজিক ফেস্টিভ্যাল'-এর আনন্দও উপভোগ করতে পারবেন।
বমডিলা: ৮৫৩০ ফুট উঁচু এই পাহাড়ি শহরটা থেকে কামেং উপত্যকার অপূর্ব সুন্দর সৌন্দর্য উপভোগ করা যায়। বমডিলাতেও একটি আকর্ষণীয় বৌদ্ধমঠ আছে। এই শহরে আপেল বাগান দেখতে পাওয়া যায়। এই বাগানের আপেল হিমাচল প্রদেশ বা কাশ্মীরের আপেলের থেকে প্রকৃতি ও স্বাদে আলাদা। এই শহর ১৯৬২ সালে চিনাদের ভারত আক্রমণের সাক্ষী। সেলা গিরিপথের প্রবেশদ্বারও বমডিলা।
সেলা গিরিপথ: ১৩৭০০ ফুট উচ্চতায় অবস্থিত সেলা গিরিপথ বা ‘পাস্’ ভারতীয় সেনাবাহিনীর পরিকল্পনামাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেলা লেক, যার অন্য নাম প্যারাডাইস লেক, এই গিরিপথের অন্যতম আকর্ষণ। এই লেক শীতকালে সম্পূর্ণ বরফে জমে যায়। মনে করা হয়, জোসেলা গিরিপথের শুধু আশেপাশেই মোট ১০১টি লেক আছে। সেলা গিরিপথ হিন্দু ও বৌদ্ধ, দুই ধর্মের মানুষের কাজেই অত্যন্ত পবিত্র স্থান। প্রাচীন ও মধ্যযুগে এই গিরিপথ দিয়েই অসম ও তিব্বতের মধ্যে ব্যবসাবাণিজ্য চলত।
দিরাং: অরুণাচলের পশ্চিম কামেং জেলার দিয়াং এক ছোট্ট গ্রাম। ভূস্বর্গের চেয়ে কম নয় এতটুকু। আবহাওয়া সারা বছর মনোরম। বিভিন্ন উপজাতির বসবাস দিরাঙে। যারা মহান সাংস্কৃতিক সম্প্রীতির বন্ধনের বাস করে। দিরাঙে ইয়াক্ রিসার্চ সেন্টার, সাংতি উপত্যকা এবং দিরাং জং অন্যতম দেখার স্থান। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy