দুর্গাপুজোর সময় কলকাতা বা অন্যান্য বড় শহরে বিশাল ভিড় হয়। যাঁরা ভিড়ের বাইরে গিয়ে শান্ত পরিবেশে পুজো উপভোগ করতে চান, তাঁরা অরণ্য বা প্রকৃতির কাছাকাছি কিছু বিশেষ পুজো বেছে নিতে পারেন। এই জায়গাগুলিতে পুজো দেখা যেমন একদিকে সুন্দর অভিজ্ঞতা, তেমনই প্রকৃতির মাঝে সময় কাটানোর এক দারুণ সুযোগ পাবেন তাঁরা।