মাজুয়া: দার্জিলিং থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত এই জায়গাটি। মানেভঞ্জন থেকে আধ ঘণ্টা লাগে রঙ্গিত নদীর পাশে অবস্থিত সবুজে ঘেরা মাজুয়ায় পৌঁছোতে। জঙ্গলের মাঝে গুটিকয় বাড়ি নিয়ে এই পাহাড়ি গ্রাম। পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা রঙ্গিত, যেখানে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটানো যায়। চাইলে গাড়ি নিয়ে ঘুরে আসা যায় পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু জায়গা সান্দাকফু থেকে, পথে পড়বে টুংলু, টুমলিং। কাঞ্চনজঙ্ঘা তো বটেই, ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে এভারেস্টেরও। থাকার জন্য হাজার দেড়েকের মধ্যে পেয়ে যাবেন একাধিক হোমস্টে।