দুর্গাপুজোর ছুটিতে কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্যান্য বড় শহরে যখন ভিড়ে ঠাসা, তখন আপনি যদি এক বা দু’দিনের জন্য পুরনো ঐতিহ্যের খোঁজে যেতে চান, তবে মুর্শিদাবাদ হতে পারে সেরা গন্তব্য। এই প্রাচীন শহরটি তার নবাবী আমলের ইতিহাস এবং বনেদি বাড়ির পুজোর জন্য বিখ্যাত। পুজোর সময় মুর্শিদাবাদের এই বাড়িগুলি এক ভিন্ন রূপ ধারণ করে, যেখানে আপনি দেখতে পাবেন শতাব্দী পুরনো প্রথা এবং রীতিনীতি। আর তার পাশাপাশি মনে লেগে যাবে প্রকৃতির ছোঁয়া
যে পুজোগুলি দেখবেন: মুর্শিদাবাদে এক দিনের জন্য ঘুুরতে গেলে যে বিখ্যাত পুজোগুলি আপনার অবশ্যই দেখা উচিত, তার তালিকা রইল: কাশিমবাজার রাজবাড়ি: মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত এবং জাঁকজমকপূর্ণ পুজোগুলির মধ্যে এটি অন্যতম। এই রাজবাড়ির পুজো প্রায় তিনশো বছরের পুরনো। এখানে দেবীর প্রতিমা তৈরি হয় পুরনো ধাঁচে এবং প্রতিমার অলঙ্কারগুলিও পুরনো দিনের নকশার। এখানে পুজো দেখতে গেলে আপনি রাজপরিবারের আতিথেয়তা এবং আভিজাত্যের এক দারুণ অভিজ্ঞতা লাভ করবেন।