মেয়েদের মধ্যে একা একা বেড়াতে যাওয়ার রেওয়াজ দিন দিন বাড়ছে। পাহাড়েই হয়তো বেশি, তবে পিছিয়ে নেই সমুদ্র বা জঙ্গলও। এ তো গেল নিজের চেনা রাজ্য, নয়তো দেশের মধ্যে। ইদানীং আবার একা-মেয়ের বিদেশ সফরেও বাঙালি-কন্যারা পিছিয়ে নেই। এ রকম ৫টি লোভনীয় বিদেশ-সফরের খোঁজ রইল এখানে। যেখানে নির্ভাবনায় মেয়েরা ঘুরতে যেতে পারেন, একা একাই।
১. কানাডা: কানাডা উত্তর আমেরিকার একটি দেশ। আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। অনেক কিছুই আছে দেশটায় দেখার। চার ঋতুতে কানাডার রূপ বদলায় চার রকম। পশ্চিম প্রান্তের সুদর্শন শহর ভ্যাঙ্কুভার, টরন্টো, মন্ট্রিয়লসহ প্রতিটি শহরের রয়েছে আলাদা আলাদা বৈচিত্র্য। কানাডার নাগরিকেরা বন্ধুবত্সল। দেশটিতে রয়েছে নিরাপত্তার গ্যারান্টি।