কিছু বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করলেই অত্যন্ত নিরাপদে গোয়া ভ্রমণ করতে পারেন মেয়েরা।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৯:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
আপনি কি এক জন মহিলা? ভাবছেন, এ বারের পুজোর মরশুমে শুধুমাত্র আপনার বান্ধবীদের সঙ্গে নিয়ে গোয়ায় একটা অল গার্লস ট্রিপ করবেন? এ তো দারুণ পরিকল্পনা! কিন্তু সেই সফর একইসঙ্গে আনন্দের আর নিরাপদ হবে কী ভাবে, সেটাই চিন্তা করছেন তো? তারই যাবতীয় জরুরি তথ্য এবং টিপ্স রইল এখানে।
০২১০
গোয়ায় গিয়ে নিরাপদে থাকার জন্য অনলাইন রেটিং ও রিভিউ দেখে হোটেল বা রিসর্ট বুক করুন। যে সমস্ত হোটেলে ২৪/৭ নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং সুরক্ষিত প্রবেশ বা বাহির-পথ রয়েছে, সেগুলিকেই অগ্রাধিকার দিন। অনেক অনলাইন বুকিং সাইটে 'উইমেন ফ্রেন্ডলি' ফিল্টারও থাকে, সেগুলি ব্যবহার করতে পারেন।
০৩১০
গোয়ায় ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক মাধ্যম হল, অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি। যেমন গোয়া মাইলস বা অন্যান্য জনপ্রিয় রাইড-শেয়ারিং অ্যাপ। এগুলি ভাড়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করে এবং অপরিচিত চালকের সঙ্গে সফরের ঝুঁকি কমিয়ে দেয়।
০৪১০
রাতে বা দীর্ঘ দূরত্বে যাতায়াতের জন্য সংশ্লিষ্ট হোটেলের নিজস্ব ট্যাক্সি বুক করা সব থেকে ভাল। এটি তুলনামূলক ভাবে বেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য।
০৫১০
গোয়ার সবচেয়ে জনপ্রিয় সৈকত হল, ক্যালাঙ্গুট ও বাগা। সারা দিনই এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে। তাই এই সাগরতটগুলি মেয়েদের দলের জন্য খুবই নিরাপদ। এখানকার বিচ শ্যাক এবং ওয়াটার স্পোর্টস উপভোগ করতে পারেন নিশ্চিন্তে।
০৬১০
যদি শান্ত ও নির্জন পরিবেশে সময় কাটাতে চান, তবে দক্ষিণ গোয়ার সৈকতগুলি আপনাদের জন্য সেরা হতে পারে। পালোলেম ও বেনোলিম বিচ তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং এখানে ভিড় তুলনামূলক ভাবে কম থাকে, যা স্বচ্ছন্দে ভ্রমণের উপযুক্ত।
০৭১০
গোয়ার রাস্তায় রাতে বেরোলে জনবহুল এলাকা এবং পরিচিত রেস্তরাঁ বা বিচ শ্যাক বেছে নিন। রাতের অন্ধকারে জনশূন্য রাস্তা বা এলাকা এড়িয়ে চলুন এবং সব সময়ে দলবেঁধে থাকার চেষ্টা করুন।
০৮১০
ভ্রমণের সময়ে অতিরিক্ত সতর্ক থাকুন। আপনার ব্যক্তিগত জিনিসপত্র - যেমন, পার্স বা মোবাইল ফোন, সাবধানে রাখুন। জনাকীর্ণ স্থানে নিজের দিকে খেয়াল রাখুন।
০৯১০
যে কোনও প্রয়োজনে যোগাযোগের জন্য গোয়া পুলিশের কন্ট্রোল রুম নম্বর (ইন্টারনেটে পেয়ে যাবেন) আপনার ফোনে সেভ করে রাখুন। এ ছাড়াও, আপনার পরিবারের সদস্য বা বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা ও আপনার অবস্থানের (লাইভ লোকেশন) তথ্য শেয়ার করতে ভুলবেন না।
১০১০
গোয়ায় গার্লস ট্রিপ শুধু ঘুরে বেড়ানোর জন্য নয়। এটি বন্ধুত্বের উদযাপন এবং নতুন স্মৃতি তৈরির একটি সুন্দর সুযোগ। এই সহজ টিপসগুলি অনুসরণ করলে আপনার ভ্রমণ হবে নিরাপদ, মজাদার এবং চিরকাল মনে রাখার মতো। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )