Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Ladakh Trip Planning

লাদাখ যাওয়ার পরিকল্পনা করছেন? তবে এই সব তথ্যগুলি আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত

সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উঁচুতে লাদাখ। প্রতিটা মোড়ে মোড়ে রোমাঞ্চ। যাওয়ার পরিকল্পনা থাকলে এই প্রতিবেদনের প্রত্যেকটি তথ্য আপনার হাতের মুঠোয় নেওয়া উচিত।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৮
Share: Save:
০১ ১২
লাদাখ ভ্রমণের ইচ্ছে কম-বেশি সব ভ্রমণপ্রেমীদের মনেই বিরাজ করে। সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উঁচুতে লাদাখ।

লাদাখ ভ্রমণের ইচ্ছে কম-বেশি সব ভ্রমণপ্রেমীদের মনেই বিরাজ করে। সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উঁচুতে লাদাখ।

০২ ১২
সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উঁচুতে লাদাখ। প্রতিটা মোড়ে মোড়ে রোমাঞ্চ। যাওয়ার পরিকল্পনা থাকলে এই প্রতিবেদনের প্রত্যেকটি তথ্য আপনার হাতের মুঠোয় নেওয়া উচিত।

সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উঁচুতে লাদাখ। প্রতিটা মোড়ে মোড়ে রোমাঞ্চ। যাওয়ার পরিকল্পনা থাকলে এই প্রতিবেদনের প্রত্যেকটি তথ্য আপনার হাতের মুঠোয় নেওয়া উচিত।

০৩ ১২
সেখানকার রুক্ষ-শুষ্ক পার্বত্য অঞ্চল, পাথুরে উপত্যকা, দুর্গম রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে রোমাঞ্চ। ভারতের এই স্থানে ঘুরতে যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে,  সেখানে ভ্রমণের সেরা সময় কখন?

সেখানকার রুক্ষ-শুষ্ক পার্বত্য অঞ্চল, পাথুরে উপত্যকা, দুর্গম রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে রোমাঞ্চ। ভারতের এই স্থানে ঘুরতে যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি যে, সেখানে ভ্রমণের সেরা সময় কখন?

০৪ ১২
হিমালয়ের আবহাওয়া আগে থেকে বোঝা কঠিন। তবে সঠিক সময়ে লাদাখ বেড়াতে গেলে সহজেই এড়াতে পারবেন বিড়ম্বনা ও উপভোগ করতে পারবেন হিমালয়ের সৌন্দর্য। সাধারণত লাদাখে গরম থাকে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত।

হিমালয়ের আবহাওয়া আগে থেকে বোঝা কঠিন। তবে সঠিক সময়ে লাদাখ বেড়াতে গেলে সহজেই এড়াতে পারবেন বিড়ম্বনা ও উপভোগ করতে পারবেন হিমালয়ের সৌন্দর্য। সাধারণত লাদাখে গরম থাকে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত।

০৫ ১২
এই সময় পাহাড়ে বরফের দেখা মিলবে না। তবে দেখতে পাবেন সবুজে সবুজ উপত্যকা। এই সময় তুষারাবৃত চূড়া দেখা গেলেও লাদাখের আবহাওয়া হয় মনোরম।

এই সময় পাহাড়ে বরফের দেখা মিলবে না। তবে দেখতে পাবেন সবুজে সবুজ উপত্যকা। এই সময় তুষারাবৃত চূড়া দেখা গেলেও লাদাখের আবহাওয়া হয় মনোরম।

০৬ ১২
 তা হলে কী দাঁড়াচ্ছে? সড়কপথে লেহ্ যাওয়ার জন্য গ্রীষ্মকালই সেরা। রোটাং পাস এবং বারালাচা পাস হয়ে লাদাখ গেলে সেরা অভিজ্ঞতা সঞ্চয় হয়। জুলাই-আগস্ট মাস লাদাখে বর্ষা থাকে।

তা হলে কী দাঁড়াচ্ছে? সড়কপথে লেহ্ যাওয়ার জন্য গ্রীষ্মকালই সেরা। রোটাং পাস এবং বারালাচা পাস হয়ে লাদাখ গেলে সেরা অভিজ্ঞতা সঞ্চয় হয়। জুলাই-আগস্ট মাস লাদাখে বর্ষা থাকে।

০৭ ১২
যদিও অনেক পর্যটক পাহাড়িয়া এলাকার বৃষ্টি উপভোগ করতে ভালবাসেন। চাইলে এই সময়ও লাদাখে বেড়াতে যাওয়া যেতে পারে।

যদিও অনেক পর্যটক পাহাড়িয়া এলাকার বৃষ্টি উপভোগ করতে ভালবাসেন। চাইলে এই সময়ও লাদাখে বেড়াতে যাওয়া যেতে পারে।

০৮ ১২
ঝকঝকে পরিষ্কার আকাশের দেখাও মিলতে পারে এক বৃষ্টির পরে। বাইক নিয়ে লাদাখ যাওয়া গেলেও, ভুলেও বর্ষাকালে যাবেন না। দুর্ঘটনা হতেই পারে।

ঝকঝকে পরিষ্কার আকাশের দেখাও মিলতে পারে এক বৃষ্টির পরে। বাইক নিয়ে লাদাখ যাওয়া গেলেও, ভুলেও বর্ষাকালে যাবেন না। দুর্ঘটনা হতেই পারে।

০৯ ১২
আর সেপ্টেম্বর মাসের শেষভাগে ওখানেকার তাপমাত্রা কমতে থাকে।

আর সেপ্টেম্বর মাসের শেষভাগে ওখানেকার তাপমাত্রা কমতে থাকে।

১০ ১২
শীতে সেখানে গেলে বরফ পড়ার দৃশ্য উপভোগ করতে পারবেন। অক্টোবরে বেড়াতে গেলেও এমন দৃশ্যের সাক্ষী হতে পারবেন।

শীতে সেখানে গেলে বরফ পড়ার দৃশ্য উপভোগ করতে পারবেন। অক্টোবরে বেড়াতে গেলেও এমন দৃশ্যের সাক্ষী হতে পারবেন।

১১ ১২
শীতেই বেশিরভাগ পর্যটক লাদাখ ভ্রমণে যান। অর্থাৎ এপ্রিল-অক্টোবর পর্যন্ত যে কোনও সময়েই আপনি লাদাখ যেতে পারেন।

শীতেই বেশিরভাগ পর্যটক লাদাখ ভ্রমণে যান। অর্থাৎ এপ্রিল-অক্টোবর পর্যন্ত যে কোনও সময়েই আপনি লাদাখ যেতে পারেন।

১২ ১২
আর যদি বরফ লেক দেখতে চান তা হলেও লাদাখ যেতে হবে শীতকালে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আর যদি বরফ লেক দেখতে চান তা হলেও লাদাখ যেতে হবে শীতকালে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE