মহালয়ার ভোর যেন পুজোর সুবাস বয়ে আনে। শিউলি ঝরা সকালটা শুরুই হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গমগমে কণ্ঠস্বরে চণ্ডীপাঠ শুনে। রেডিয়োর ‘মহিষাসুরমর্দিনী’ ছাড়া মহালয়ার ভোর অসম্পূর্ণ। তবে এই দিন মানুষ আরও একটা জিনিসের অপেক্ষায় থাকেন। কোন টিভি চ্যানেলে কোন অভিনেতা, অভিনেত্রী কী হচ্ছেন? কী দেখানো হবে সেই প্রভাতী অনুষ্ঠানগুলিতে।