মোবাইল ফোনের টাওয়ার থেকে আতঙ্কের কিছু নেই বলে দাবি টেলিকম শিল্পের।
সম্প্রতি গ্বালিয়রের একটি মোবাইল টাওয়ার নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট সেটি বন্ধের নির্দেশ দেয়। সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশেন অব ইন্ডিয়া (সিওএআই)-র দাবি, সেটি অন্তর্বর্তী রায়। এবং ওই টাওয়ারের ক্ষেত্রে স্বাস্থ্যহানির কোনও সম্পর্কের কথা বলেনি সর্বোচ্চ আদালত। চারটি মামলা চলছে। এটি তারই একটির অন্তর্বর্তী রায়।
টাওয়ার থেকে স্বাস্থ্যহানির আশঙ্কা দীর্ঘ দিনের। বিশেষজ্ঞদের একাংশও টাওয়ারের বিকিরণ থেকে সমস্যার অভিযোগ তুলেছিলেন। নানা বিতর্কের পরে অবশ্য টাওয়ার বসানোর নিয়ম-কানুন আরও কড়া হয়। আগেও কেন্দ্র ও টেলিকম শিল্প স্বাস্থ্যহানির অভিযোগ মানতে চায়নি। এ বারও সিওএআই-এর ডিরেক্টর জেনারেল রাজন এস ম্যাথুজের দাবি, এর পক্ষে কোনও প্রামাণ্য তথ্য মেলেনি। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়টির পরিপ্রেক্ষিতে তাঁর দাবি, চারটি মামলার ৩টি টাওয়ারের বিকিরণ নিয়ে। একটি এ সংক্রান্ত বিষয় জাতীয় গ্রিন ট্রাইবুনালের বিচার্য হতে পারে
কি না, তা নিয়ে।
ম্যাথুজ বলেন, ‘‘যে-টাওয়ারটি বন্ধের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, সেটির বিরুদ্ধে বেআইনি নির্মাণ-সহ আরও অভিযোগ ছিল। যতক্ষণ না শুনানি শেষ হচ্ছে, ততক্ষণ সেটি শুধুমাত্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। অন্য মামলাগুলি নিয়ে এখনও আলোচনাই হয়নি।’’ তাঁদের দাবি, টাওয়ার নিয়ে আশঙ্কা অমূলক। এখনও পর্যন্ত টাওযার থেকে স্বাস্থ্যের ক্ষতির কোনও প্রমাণ মেলেনি। উপরন্তু ভারতে এই সংক্রান্ত বিধি কড়া। টাওয়ারের বিকিরণ নিয়মিত পরীক্ষা করা হয়। মাত্রা ছাড়ালে কড়া জরিমানা-সহ অন্যান্য ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্ট আমাদের নথিপত্র দিতে বলেছে। সব কিছু খতিয়ে দেখে আদালত রায় দেবে বলে আশা করছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy