Advertisement
০৬ মে ২০২৪

ভারতেই সেট টপ বক্স তৈরি করছে এয়ারটেল

এ বার ভারতেই ‘সেট টপ বক্স’ (এসটিবি) তৈরির কাজ শুরু করেছে এয়ারটেল ডিজিটাল টিভি। পুণের কাছে রঞ্জনগাঁওয়ের কারখানায় তৈরি হচ্ছে সেগুলি। সংস্থা জানিয়েছে, গোড়ায় ‘হাই ডেফিনিশন’ এসটিবি তৈরি হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০২:১৫
Share: Save:

এ বার ভারতেই ‘সেট টপ বক্স’ (এসটিবি) তৈরির কাজ শুরু করেছে এয়ারটেল ডিজিটাল টিভি। পুণের কাছে রঞ্জনগাঁওয়ের কারখানায় তৈরি হচ্ছে সেগুলি। সংস্থা জানিয়েছে, গোড়ায় ‘হাই ডেফিনিশন’ এসটিবি তৈরি হচ্ছে। শীঘ্রই বাজারে আসবে সেগুলি। পরে ‘স্ট্যান্ডার্ড ডেফিনিশন’ এসটিবি-ও হবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেগুলি তৈরি হচ্ছে বলে দাবি সংস্থার।

উল্লেখ্য, এত দিন সব এসটিবি-ই আমদানি করত এয়ারটেল। সিইও শশী অরোরা জানান, এখন দেশেই তা তৈরি হওয়ায় ধাপে ধাপে আমদানি কমবে। দীর্ঘ মেয়াদে ভারতে তৈরি এসটিবি-র দাম কমার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এয়ারটেল জানিয়েছে, গত মার্চ পর্যন্ত সংস্থার গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে এক কোটিরও বেশি। আর গত এক বছরে নতুন প্রায় ১০ লক্ষ গ্রাহক তাদের ডিটিএইচ পরিষেবার সংযোগ নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

airtel set top box stb airtel digital tv
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE