Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তথ্যপ্রযুক্তি পার্কের দায়িত্ব বণিকসভাকে দিতে চায় রাজ্য

তথ্যপ্রযুক্তি পার্ক, মোবাইল মেরামতি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আইটিআই —এ সবই বণিকমহলের হাতে তুলে দিয়ে আর্থিক দায়মুক্ত হতে চায় রাজ্য সরকার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০২:৩৬
Share: Save:

তথ্যপ্রযুক্তি পার্ক, মোবাইল মেরামতি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আইটিআই —এ সবই বণিকমহলের হাতে তুলে দিয়ে আর্থিক দায়মুক্ত হতে চায় রাজ্য সরকার। শুক্রবার বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্সের ‘ডিজিটাল ইন্ডিয়া’ শীর্ষক আলোচনাসভায় রাজ্যের অর্থ তথা তথ্যপ্রযুক্তি মন্ত্রী অমিত মিত্র অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংস্থার কর্তাদের কাছে এমন প্রস্তাব দেন।

এ দিন তিনি বলেন, ‘‘আমরা চাই একটি তথ্যপ্রযুক্তি পার্কের পুরোটাই কোনও বণিকসভা নিয়ে নিক। তারপরে বিভিন্ন সংস্থার হাতে দিয়ে পার্ক ভরে তোলা হোক।’’ একই ভাবে রাজ্যে আইটিআই-এর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেন তিনি। মোবাইল ফোন মেরামত করার বাজার বাড়ছে বলে জানান অমিতবাবু। মঞ্চে উপস্থিত সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া-র ডিরেক্টর জেনারেল রাজন এস ম্যাথুজের কাছে এখানে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার অনুরোধ করেন অমিতবাবু। রাজন এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে।

একই দিনে বণিকসভা সিআইআই আয়োজিত তথ্যপ্রযুক্তি শিল্প সংক্রান্ত অনুষ্ঠানে উঠে এসেছে রাজ্যে ছোট ও মাঝারি সংস্থার গুরুত্বের কথা। আইবিএম, উইপ্রো, ক্যাপজেমিনি ও কেপিএমজি-র মতো সংস্থা উৎপাদন খরচ ও দক্ষ মানবসম্পদের অভাব পূরণ করতে বিভিন্ন ছোট ও মাঝারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE