Advertisement
০৮ মে ২০২৪
এটিএম পরিষেবা ধাক্কা খাওয়ার আশঙ্কা

আজ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

আদালতের নির্দেশে বাতিল করতে হয়েছিল এ মাসের ১২ ও ১৩ তারিখে দেশ জুড়ে ডাকা ব্যাঙ্ক ধর্মঘট। তবে আজ, শুক্রবার তা হচ্ছে। যার ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ)।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০৩:৩২
Share: Save:

আদালতের নির্দেশে বাতিল করতে হয়েছিল এ মাসের ১২ ও ১৩ তারিখে দেশ জুড়ে ডাকা ব্যাঙ্ক ধর্মঘট। তবে আজ, শুক্রবার তা হচ্ছে। যার ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ)। সংগঠনের নেতাদের দাবি, দেশে ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মী ও অফিসার সামিল হবেন এতে। ধর্মঘটের জেরে এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা। কারণ, ইউএফবিইউ-র অন্যতম শরিক সংগঠন এ আই বি ই এ-র সভাপতি রাজেন নাগর জানান, এটিএমগুলির নিরপত্তা রক্ষীদের ইউনিয়নও তাঁদের সঙ্গে রয়েছে। যে কারণে বেশির ভাগেরই ঝাঁপ বন্ধ থাকবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের উদ্যোগ, একটির সঙ্গে আর একটি ব্যাঙ্ককে মেশানো ও পাঁচ সহযোগী ব্যাঙ্ককে স্টেট ব্যাঙ্কে সংযুক্ত করার প্রস্তাব— এ সবের বিরোধিতা করতেই ডাকা হয়েছে এই ধর্মঘট। পাশাপাশি রাজেনবাবুর অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে পাহাড় প্রমাণ অনুৎপাদক সম্পদ জমলেও তা কমাতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর প্রতিবাদ জানানোও ধর্মঘটের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি। তবে ধর্মঘটের আওতায় রাখা হয়নি সমবায় ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক এবং রিজার্ভ ব্যাঙ্ককে।

এর আগে প্রায় একই বিষয় নিয়ে কিছু ইউনিয়নের ডাকা ১২ ও ১৩ জুলাইয়ের ধর্মঘটের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট ওই ধর্মঘটের উপর স্থগিতাদেশ দিলে ইউনিয়নগুলি তা তুলে নেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bank strike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE