রাষ্ট্রায়ত্ত টেলি পরিষেবা সংস্থা বিএসএনএলের টাওয়ার ব্যবসাকে আলাদা করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে পৃথক সংস্থা হলেও তার পুরো মালিকানা থাকবে বিএসএনএলের হাতেই। টেলিকমমন্ত্রী মনোজ সিন্হা জানান, দু’বছরের মধ্যেই এই আলাদা সংস্থা তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
সারা দেশে বিএসএনএলের হাতে ৬৬ হাজারেরও বেশি টাওয়ার রয়েছে। শুধুমাত্র এই ব্যবসার জন্য তৈরি সংস্থা আরও ভাল ভাবে ওই কাজ করতে পারবে বলে দাবি কেন্দ্রের। তা থেকে আয় বাড়াতে উদ্যোগী হবে তারা।
এক কর্তা বলেন, ‘‘টেলি সংস্থার মূল কাজ পরিষেবা। এর সঙ্গে টাওয়ার ব্যবসা যুক্ত থাকলে দু’রকম কাজ করতে গিয়ে তার গুরুত্ব ধাক্কা খায়। বইতে হয় বাড়তি আর্থিক বোঝাও।’’ টেলিকম শিল্প সূত্রে খবর, প্রায় সব সংস্থাই টাওয়ার ব্যবসাকে হয় আলাদা করেছে, নয়তো অন্য সংস্থাকে সেই দায়িত্ব দিয়েছে। তাদের যুক্তি, এতে সংস্থা পরিচালনা সুবিধাজনক। আর্থিক দিক দিয়েও সুবিধা হয়।