Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৩
প্রস্তাব মানল ট্রেড ইউনিয়ন

গ্র্যাচুইটির সীমা দ্বিগুণের দিকেই এগোচ্ছে কেন্দ্র

সর্বোচ্চ গ্র্যাচুইটির সীমা দ্বিগুণ করে ২০ লক্ষ টাকায় নিয়ে যাওয়ার দিকেই এগোচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবে সায় দিয়েছে ট্রেড ইউনিয়নগুলি। সম্প্রতি ওই প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫০
Share: Save:

সর্বোচ্চ গ্র্যাচুইটির সীমা দ্বিগুণ করে ২০ লক্ষ টাকায় নিয়ে যাওয়ার দিকেই এগোচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবে সায় দিয়েছে ট্রেড ইউনিয়নগুলি। সম্প্রতি ওই প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। সেখানেই গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়ানোর ব্যাপারে সরকার এবং ট্রেড ইউনিয়নগুলির মধ্যে ঐকমত্য হয়।

গ্র্যাচুইটি আইনের ৪(৩) ধারা মতে বর্তমানে সর্বোচ্চ ক্ষেত্রে কোনও কর্মী ১০ লক্ষ টাকা গ্র্যাচুইটি পেতে পারেন। আইন সংশোধন করে ওই ঊর্ধসীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, বর্তমান আইনে দু’একটি ক্ষেত্র ছাড়া কোনও কর্মী কমপক্ষে ৫ বছর টানা কাজ করার পরে তবেই গ্র্যাচুইটি পাওয়ার হকদার হন।

তবে ট্রেড ইউনিয়নগুলি অবশ্য ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রস্তাবে সায় দেওয়ার পাশাপাশি গ্র্যাচুইটির হার বাড়ানো-সহ আরও কয়েকটি দাবি পেশ করেছে শ্রমমন্ত্রীর কাছে। তিনি দাবিগুলি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন।

শ্রমমন্ত্রীর কাছে বাড়তি দাবি

• হার বাড়িয়ে প্রতি এক বছর কাজের জন্য ৪৫ দিন করা

• চাকরির মেয়াদ কমপক্ষে ৫ বছর থেকে কমিয়ে আনা

প্রথমত, ট্রেড ইউনিয়নগুলির বক্তব্য, ঊর্ধ্বসীমা বাড়লে যাঁরা তুলনামূলক ভাবে মোটা অঙ্কের বেতন পান, শুধু তাঁরাই লাভবান হবেন। তাই কম আয়ের মানুষও যাতে উপকৃত হন, তার জন্য গ্র্যাচুইটির হার বৃদ্ধির দাবি করেছে ট্রেড ইউনিয়নগুলি। দ্বিতীয়ত, কমপক্ষে টানা ৫ বছরে চাকরি হলে তবেই গ্র্যাচুইটি দেওয়ার যে-নিয়ম রয়েছে, তাও কমানোর দাবি জানিয়েছে ট্রেড ইউনিয়নগুলি।

আরও পড়ুন: রাজ্যে ডাকঘর পেমেন্টস ব্যাঙ্ক বছরের মাঝামাঝি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE