অতিমারির ঢেউ সামলে গত বছর অর্থনীতির কিছুটা মাথা তোলার কথা বলা হয়েছে ঠিকই। তবে শুক্রবার প্রকাশিত রিজ়ার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে অনেক বেশি স্পষ্ট আগামী সম্পর্কে উদ্বেগের বার্তা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে মূল্যবৃদ্ধিকে ক্রমশ উপরে ঠেলে কাড়ছে দেশের বাজারের চাহিদা বা গতি হারিয়ে অর্থনীতির আকাশ যে ফের কালো মেঘে ঢাকা পড়ছে, সেই হুঁশিয়ারি স্পষ্ট। এটাও বলা হয়েছে, মূল্যবৃদ্ধি ও আর্থিক বৃদ্ধি নিয়ে আশঙ্কা সম্ভাবনাময় দেশগুলির (ভারত যে তালিকায় পড়ে) আর্থিক বাজারের ঝুঁকি বহু গুণ বাড়িয়েছে।
সংশ্লিষ্ট মহলের দাবি, মঙ্গলবার গত অর্থবর্ষ এবং জানুয়ারি-মার্চে দেশে বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশিত হবে। তার আগে এই রিপোর্টে শীর্ষ ব্যাঙ্কের খানিকটা সুর বদল তাৎপর্যপূর্ণ। তাদের বক্তব্য, এর আগে আরবিআইয়ের ইঙ্গিত ছিল অনিশ্চয়তা বহাল থাকলেও বৃদ্ধি নিয়ে চিন্তা কিছুটা কমেছে। এখন মূল্যবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে পণ্যের দামে লাগাম পরানোর চেষ্টা চলছে। কিন্তু এ দিনের রিপোর্টে জিডিপি-র বৃদ্ধি নিয়ে তাদের উদ্বেগ অনেক বেশি।
শীর্ষ ব্যাঙ্কের সতর্কবার্তা, দেশের পাইকারি মূল্যবৃদ্ধি যে ভাবে চড়ছে (এখন ১৫ শতাংশের উপরে), তাতে খুচরো বাজারের দামের উপরে তার চাপ পড়ার ঝুঁকি থাকছে। বলা হয়েছে, শিল্পে ব্যবহারের কাঁচামালের চড়া দাম, পরিবহণ খরচ এবং জোগান সঙ্কটই সেই পরিস্থিতি উস্কে দিচ্ছে।