Advertisement
০৫ মে ২০২৪
টাটা গোষ্ঠী পরিচালনায় রদবদল নিয়ে বাড়ছে জল্পনা

সংস্থা ছাড়ছেন মিস্ত্রি ঘনিষ্ঠরা

ইস্তফার হিড়িক টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায়। আর, তার মধ্যেই অরুণ জেটলির সঙ্গে বৈঠকে বসার জন্য সময় চাইলেন টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া সাইরাস মিস্ত্রি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ০২:২৯
Share: Save:

ইস্তফার হিড়িক টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায়। আর, তার মধ্যেই অরুণ জেটলির সঙ্গে বৈঠকে বসার জন্য সময় চাইলেন টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া সাইরাস মিস্ত্রি। অর্থমন্ত্রী ও সেই সঙ্গে কোম্পানি বিষয়ক মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত জেটলি অবশ্য এখনই টাটা গোষ্ঠী বা মিস্ত্রি, কারওর সঙ্গেই দেখা করতে চান না বলে সরকারি সূত্রের ইঙ্গিত। তার কারণ, টাটা গোষ্ঠীর সংঘাতে সামিল হতে চায় না কেন্দ্র। তারা বাইরে থেকে বিষয়টির উপর নজর রাখার কথা আগেই জানিয়েছে।

মিস্ত্রি কাণ্ডের জেরে গত সপ্তাহেই টাটা সন্স থেকে পদত্যাগ করেন প্রথম সারির তিন কর্তা। তাঁদের মধ্যে দু’জনই টাটাদের শাখা সংস্থা ইন্ডিয়ান হোটেল্‌স কোম্পানি ও টাটা কেমিক্যালসেও নিজেদের দায়িত্ব ছাড়লেন। শিল্পমহলের ইঙ্গিত, যাঁরা টাটাদের সংস্থা থেকে সরছেন, তাঁরা সাইরাস মিস্ত্রির ঘনিষ্ঠ ছিলেন। অন্য দিকে, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস)-এর প্রাক্তন কর্তা সুব্রহ্মণ্যম রামদোরাই-ও কেন্দ্রীয় সরকারের দুই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রের খবর, তা ইতিমধ্যেই গৃহীত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে। এর থেকেই বিশেষজ্ঞ মহলে জল্পনা, টাটা সন্সে ফিরে এসে শীর্ষ পদের দায়িত্ব নিতে পারেন ৭১ বছর বয়সী রামদোরাই, যদিও এ ব্যাপারে মঙ্গলবার মুখ খোলেননি তিনি নিজে বা টাটারা।

মিস্ত্রিকে সরানো ‘একান্ত জরুরি’ হয়ে পড়েছিল বলে মঙ্গলবার রতন টাটা কর্মীদের কাছে ই-মেল পাঠানোর দিনই জানা গিয়েছে, টাটা গোষ্ঠীর সংস্থা ইন্ডিয়ান হোটেল্‌স কোম্পানি-র নন-এগ্‌জিকিউটিভ ডিরেক্টর হিসেবে সংস্থার পরিচালন পর্ষদ থেকে ইস্তফা দিয়েছেন এন এস রাজন। পাশাপাশি, টাটা কেমিক্যাল্‌সে একই দায়িত্ব ছেড়েছেন নির্মাল্য কুমার। দুই সংস্থার পক্ষ থেকে বম্বে স্টক এক্সচেঞ্জে দাখিল করা বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। রাজন ও কুমার টাটা সন্স থেকে ইস্তফা দেন গত সপ্তাহে। এঁদের সকলকেই টাটা সন্সের এগ্‌জিকিউটিভ কাউন্সিল বা কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নিয়ে এসেছিলেন মিস্ত্রি। তিনি টাটা সন্সের কর্ণধার পদ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পরেই ভেঙে দেওয়া হয় ওই পরিষদ, যার জেরে টাটা সন্স ছাড়েন তাঁরা। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, এর জেরে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থা থেকেও এ বার সরে যাচ্ছেন তাঁরা। প্রসঙ্গত, রাজন ছিলেন টাটা গোষ্ঠীর মানবসম্পদ সংক্রান্ত প্রধান। লগ্নি কৌশল বা স্ট্র্যাটেজি এগ্‌জিকিউটিভ ছিলেন নির্মাল্য কুমার।

টাটা সন্সের এগ্‌জিকিউটিভ কাউন্সিল বা কার্যনির্বাহী পরিষদ মিস্ত্রির নেতৃত্বে তৈরি হয় ২০১৩ সালের এপ্রিলে। সদস্যদের কাজ ছিল বিভিন্ন লগ্নি খাতে আয় কতটা হচ্ছে, তা বিশ্লেষণ করে মিস্ত্রিকে পথনির্দেশ বাতলানো।

এ দিকে, টিসিএসের সাম্রাজ্য বাড়ানোর অন্যতম কৃতিত্ব রামদোরাইকেই দেয় টাটা গোষ্ঠী। ৬ হাজার কর্মীকে নিয়ে ৪০ কোটি ডলারের সংস্থা টিসিএসকে ২ লক্ষ কর্মীর ৬০০ কোটি ডলারের সংস্থায় রূপান্তরের পর্বে তিনিই হাল ধরেছিলেন এই সংস্থার। ১৯৯৬ থেকে ২০০৯ পর্যন্ত টিসিএসের সিইও এবং এমডি-র দায়িত্বে ছিলেন তিনি। ২০১৪-র অক্টোবর অবধি ছিলেন ভাইস-চেয়ারম্যান। কেন্দ্রীয় সরকারের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত দুই সংস্থা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এজেন্সি (এনএসডিএ) ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি)-এ ২০১৩ সালে তাঁকে চেয়ারম্যানের দায়িত্ব দেয় তদানীন্তন ইউপিএ সরকার। ক্যাবিনেট মন্ত্রীর পর্যায়ের দায়িত্ব থেকে এ বার অব্যাহতি নিলেন তিনি। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত, রামদোরাই পদ ছেড়েছেন স্বাস্থ্যের কারণ দেখিয়ে। এই মুহূর্তে রামদোরাই টাটা ইন্সটিটিউট অব সোস্যাল সায়েন্সেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার চেয়ারম্যানের দায়িত্বে। আর, টাটাদের বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট শিল্পমহলের একাংশের সেই কারণেই ধারণা, মিস্ত্রির জায়গা নিতে পারেন তিনি।

বম্বে হাউসের দ্বন্দ্বে নিজের থেকে যুক্ত হতে চায় না কেন্দ্র। তবে গোষ্ঠীর পরিচালনা নিয়ে কী সিদ্ধান্ত হয়, তার উপর তাঁদের নজর রয়েছে বলে আগেই জানিয়েছেন কোম্পানি বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

• কেন্দ্রীয় সরকারি পদ ছাড়লেন টিসিএসের প্রাক্তন কর্তা এস রামদোরাই

• টাটা সন্সের হাল ধরার দৌড়ে তাঁর থাকার সম্ভাবনা

• ইন্ডিয়ান হোটেল্‌স ও টাটা কেমিক্যাল্‌স থেকে ইস্তফা এন এস রাজন ও নির্মাল্য কুমারের
• জেটলির সঙ্গে বৈঠকের জন্য সময়ে চাইলেন মিস্ত্রি

• টাটা বা মিস্ত্রি, কোনও পক্ষের সঙ্গেই দেখা করবেন না তিনি

• কেন্দ্র টাটাদের দ্বন্দ্বে সরাসরি হস্তক্ষেপ করছে না, তারা নজর রাখবে বাইরে থেকেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE