Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রফতানিতে নিয়ম শিথিল

পণ্য ও পরিষেবা রফতানির জন্য সম্মিলিত জিএসটি (ইন্টিগ্রেটেড জিএসটি বা আইজিএসটি) গুনতে হয়। আর তা থেকে ছাড় পেতে বন্ড বা হলফনামা জমা দিতে হয় রফতানিকারীদের। অভিযোগ, এ জন্য প্রয়োজনীয় ব্যাঙ্ক গ্যারান্টি জোগাড় করা কঠিন হচ্ছিল তাঁদের পক্ষে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ০১:১০
Share: Save:

জিএসটি নিয়ে ছোট রফতানিকারীদের অসুবিধা মাথায় রেখে নিয়ম শিথিলের কথা ঘোষণা করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

পণ্য ও পরিষেবা রফতানির জন্য সম্মিলিত জিএসটি (ইন্টিগ্রেটেড জিএসটি বা আইজিএসটি) গুনতে হয়। আর তা থেকে ছাড় পেতে বন্ড বা হলফনামা জমা দিতে হয় রফতানিকারীদের। অভিযোগ, এ জন্য প্রয়োজনীয় ব্যাঙ্ক গ্যারান্টি জোগাড় করা কঠিন হচ্ছিল তাঁদের পক্ষে। এ দিন এক বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, এখন থেকে ওই কাজে ব্যাঙ্ক গ্যারান্টি আর প্রয়োজন হবে না।

রফতানিকারীদের সংগঠন এফআইইও জানিয়েছে, এই দাবি অনেক দিন ধরেই কেন্দ্রের কাছে করছিল তারা। কেন্দ্র তাতে কান দেওয়ায় অনেকটাই সুবিধা হবে ছোট রফতানিকারীদের। টাকা আটকে থাকবে কম। বাঁচবে সময়ও।

জিএসটি চালুর পর থেকেই রফতানিকারীদের অভিযোগ, যে জিএসটি (মূলত আইজিএসটি) তাঁদের গুনতে হচ্ছে, তা পরে ফেরত মিলছে ঠিকই, কিন্তু অপেক্ষা করতে হচ্ছে বহু দিন। দীর্ঘ সময় টাকা কেন্দ্রের ঘরে আটকে থাকায় টান পড়ছে পুঁজিতে। অর্থাৎ, মোটা টাকা জিএসটি খাতে অনেক দিন আটকে থাকায় তা ব্যবসায় খাটাতে পারছেন না তাঁরা। তাতে বিশেষত অসুবিধায় পড়ছেন ছোট রফতানিকারীরা। যাঁদের পুঁজির জোর তুলনায় কম। সম্প্রতি এই অসুবিধার কথা তুলে তার সমাধান খোঁজার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রও।শুধু তা-ই নয়। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে, ঝিমিয়ে পড়া বৃদ্ধির হার টেনে তুলতে রফতানিকে চাঙ্গা করা একান্ত জরুরি। কিন্তু জিএসটিতে আটকে থাকা টাকা সেই পথে বাধা বলে অভিযোগ তুলছিলেন রফতানিকারীরা। তাই এ দিন কেন্দ্রের ঘোষণা সেই সমস্যা মেটানোর পথে অন্তত পা বাড়ানোর লক্ষণ বলে মনে করছেন তাঁরা।

কেন্দ্রও জানিয়েছে, জিএসটি-র দরুন টাকা আটকে থাকা নিয়ে যে সমস্যার কথা রফতানিকারীরা বলেছেন, তা অন্তত আংশিক ভাবে মেটাতেই এই পদক্ষেপ। আগামী দিনে একই লক্ষ্যে এমন আরও কিছু ঘোষণা করা হবে বলেও তাদের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST Export জিএসটি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE