Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সম্পত্তি ফেরাতে রাজি ইডি

প্রায় ৯,০০০ কোটি টাকার ঋণখেলাপের অভিযোগ রয়েছে মাল্যের বিরুদ্ধে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১১
Share: Save:

ঋণখেলাপি পলাতক ব্যবসায়ী বিজয় মাল্যের প্রায় ১৩,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যে ৬,২০০ কোটি টাকার সম্পত্তি নিজেদের হাতে নেওয়ার জন্য মুম্বইয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ঋণদাতাদের গোষ্ঠী। মঙ্গলবার আদালতে হলফনামা দিয়ে ইডি জানিয়েছে, ওই সম্পত্তি ঋণদাতাদের হাতে তুলে দিতে তাদের আপত্তি নেই। এ ব্যাপারে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নিক। তবে সে ক্ষেত্রে সুদ-সহ সম্পত্তি ফেরত পাওয়ার বিষয়টি লিখিত ভাবে আদালতের কাছে নথিবদ্ধ করতে হবে।

প্রায় ৯,০০০ কোটি টাকার ঋণখেলাপের অভিযোগ রয়েছে মাল্যের বিরুদ্ধে। ইডি জানিয়েছে, ওই টাকা আসলে সাধারণ মানুষের। তাই বাজেয়াপ্ত সম্পত্তি ফেরাতে চায় তারা।

ইতিমধ্যেই মাল্যকে ভারতে প্রত্যর্পণের ব্যাপারে সম্মতি দিয়েছে লন্ডনের আদালত। সম্মতি দিয়েছে ব্রিটিশ সরকারও। সেই নির্দেশের বিরুদ্ধে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন মাল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Mallya ED Enforcement Directorate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE