Advertisement
০৫ মে ২০২৪

বিদেশি লগ্নির হাত ধরতেই হবে ভারতকে, মত বিশেষজ্ঞের

বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুয়ায়ী শুধু পরিকাঠামো গড়তেই চলতি দশকের শেষে ভারতের প্রয়োজন হবে প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি ডলার। শুক্রবার কলকাতায় এই পরিসংখ্যান তুলে ধরে ক্লিন্টন প্রশাসনের অন্যতম কর্তা রেমন্ড ভিকেরির দাবি, সে ক্ষেত্রে ভারতকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের উপর নির্ভর করতেই হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০২:৫৭
Share: Save:

বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুয়ায়ী শুধু পরিকাঠামো গড়তেই চলতি দশকের শেষে ভারতের প্রয়োজন হবে প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি ডলার। শুক্রবার কলকাতায় এই পরিসংখ্যান তুলে ধরে ক্লিন্টন প্রশাসনের অন্যতম কর্তা রেমন্ড ভিকেরির দাবি, সে ক্ষেত্রে ভারতকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের উপর নির্ভর করতেই হবে।

এ দিন ভারত চেম্বার ও কলকাতায় মার্কিন কনস্যুলেট ভারত-মার্কিন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এক সভা আয়োজন করেছিল। সেখানে ও পরে রেমন্ড বলেন, ‘‘রাস্তা, বিদ্যুৎ, আবাসন, স্কুল, হাসপাতালের মতো পরিকাঠামোর জন্য পশ্চিমবঙ্গ- সহ সারা দেশেই বিপুল লগ্নি প্রয়োজন। তাই দরকার বিদেশি বিনিয়োগ।’’ ওই লগ্নি না-এলে ভারতের বৃদ্ধির হার তরান্বিত হবে না বলেও দাবি করেন তিনি। রেমন্ডের দাবি, এ নিয়ে রাজনৈতিক সদিচ্ছা বাড়ছে। সেই সূত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গাপুর ও লন্ডন সফরের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE