Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Flipkart

দরজায় খাদ্যপণ্য, বাড়ছে প্রতিযোগিতা

সংবাদমাধ্যমের খবর, ফিউচারের রিটেল ব্যবসা কিনতে ২৪,০০০-২৭,০০০ কোটি টাকা দিতে পারে মুকেশ অম্বানীর সংস্থাটি। মূল্যায়ন সংস্থা ইক্রার মতে, কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠীর ঘাড়ে ১২,৭৭৮ কোটি টাকার ঋণের বোঝা।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০৪:৫৭
Share: Save:

যে দিন ফিউচার গোষ্ঠীর খুচরো বিপণি (রিটেল চেন) ব্যবসাকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় কিনে নিতে পারে বলে জল্পনা ছড়াল বাজারে, সে দিনই ফ্লিপকার্ট জানাল এ বার ক্রেতার দরজায় ৯০ মিনিটের মধ্যে পণ্য পৌঁছনোর পরিষেবা আনছে তারা। আর এর হাত ধরে ভারতের খাদ্যপণ্যের (গ্রসারিজ়) নেট বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষত করোনা আবহে যেখানে মানুষ যতটা বেশি সম্ভব নেটে কেনাকাটা করছেন।

সংবাদমাধ্যমের খবর, ফিউচারের রিটেল ব্যবসা কিনতে ২৪,০০০-২৭,০০০ কোটি টাকা দিতে পারে মুকেশ অম্বানীর সংস্থাটি। মূল্যায়ন সংস্থা ইক্রার মতে, কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠীর ঘাড়ে ১২,৭৭৮ কোটি টাকার ঋণের বোঝা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে ঋণ-সহ ফিউচারের ব্যবসা কিনতে কথা বলছে রিলায়্যান্স। ফিউচারের অবশ্য বক্তব্য, স্টক এক্সচেঞ্জকে জানানোর মতো কোনও সিদ্ধান্ত হয়নি। রিলায়্যান্সের দাবি, বিভিন্ন সময়ে এ ধরনের পর্যালোচনা করে থাকে তারা।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যপণ্যের নেট বাজারে বিগবাস্কেট বা গ্রোফার্সের মতো সংস্থার আধিপত্য রয়েছে। সেই বাজার ধরার চেষ্টা করছে অ্যামাজ়ন, রিলায়্যান্স জিয়ো মার্ট। পিছিয়ে নেই সুইগি, ডমিনোজ়ের মতো সংস্থাও। এ বার ফ্লিপকার্টের মাধ্যমে সেই বাজারেই জমি পেতে চাইছে ওয়ালমার্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flipkart Online Delivery Reliance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE