Advertisement
০৭ মে ২০২৪

জিএসটি নয় কর্মীকে ৫০ হাজার পর্যন্ত উপহারে

স্যানিটারি ন্যাপকিনে কর নিয়ে: এই ক্ষেত্রে করের হারে তেমন হেরফের হবে না বলে দাবি জানিয়েছে কেন্দ্র। আগে উৎপাদন শুল্ক ও ভ্যাট মিলিয়ে কর চাপত ১৩.৬৮%, জিএসটি ১২%।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৩:১৪
Share: Save:

জিএসটি-তে কিছু ক্ষেত্রে ছাড়ের বিষয়টি আজ স্পষ্ট করল কেন্দ্র। যার মধ্যে থাকছে কর্মীকে নিয়োগকর্তার দেওয়া ৫০ হাজার টাকা পর্যন্ত দামের উপহার। পাশাপাশি, কোনও ক্লাব, হেল্‌থ বা ফিটনেস সেন্টারে যদি কর্মীকে নিখরচায় সদস্য হওয়ার সুযোগ করে দেয় সংস্থা, তার উপরে জিএসটি বসবে না। বেতন প্যাকেজের আওতায় নিখরচায় বাড়িতে থাকতে দিলেও মিলবে একই সুবিধা।

সুবিধা রফতানিকারীদের: বড় মাপের রফতানিকারীরা টানা ভাল ব্যবসা করলে অঙ্গীকারপত্র দাখিল করে জিএসটি-তে ছাড় দাবি করতে পারেন। আওতায় আসবেন আগের অর্থবর্ষে ১ কোটি টাকার বিদেশি মুদ্রা আয় করেছেন, এমন রফতানিকারী। সে ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সংযুক্ত আইজিএসটি-তে ছাড় পাবেন তিনি।

স্যানিটারি ন্যাপকিনে কর নিয়ে: এই ক্ষেত্রে করের হারে তেমন হেরফের হবে না বলে দাবি জানিয়েছে কেন্দ্র। আগে উৎপাদন শুল্ক ও ভ্যাট মিলিয়ে কর চাপত ১৩.৬৮%, জিএসটি ১২%। এটি করমুক্ত করার জন্য কেন্দ্রের কাছে সওয়াল করেন শিলচরের সাংসদ সুস্মিতা দেব। বিক্রেতাদের একটি সূত্র জানাচ্ছে, নতুন পণ্য এখনও বাজারে আসেনি। ফলে ছবিটা স্পষ্ট নয়। অন্য একটি সূত্রের দাবি, দাম প্রায় একই থাকবে।

বাড়ি ভাড়া: বাণিজ্যিক সংস্থাকে বসত বাড়ি ভাড়া খাতে আয় বছরে ২০ লাখ ছাড়ালে জিএসটি দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST employee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE