Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পরিকাঠামোয় লগ্নি প্রস্তাবের অঙ্কে শিরোপা ভারতকে

পরিকাঠামোয় বেসরকারি লগ্নির প্রতিশ্রুতি আদায় করেই বিশ্বের প্রথম ৫টি দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় জায়গা করে নিল ভারত। বিশ্বব্যাঙ্কের সমীক্ষা অনুসারে এই পাঁচটি দেশ হল: ব্রাজিল, তুরস্ক, পেরু, কলাম্বিয়া ও ভারত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০২:৩৩
Share: Save:

পরিকাঠামোয় বেসরকারি লগ্নির প্রতিশ্রুতি আদায় করেই বিশ্বের প্রথম ৫টি দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় জায়গা করে নিল ভারত। বিশ্বব্যাঙ্কের সমীক্ষা অনুসারে এই পাঁচটি দেশ হল: ব্রাজিল, তুরস্ক, পেরু, কলাম্বিয়া ও ভারত। বিদ্যুৎ, পরিবহণ ও জল সরবরাহের মতো পরিকাঠামো ক্ষেত্রে ২০১৪-এ বেসরকারি লগ্নির প্রস্তাব নিয়ে করা এই সমীক্ষায় ১৩৯টি এ ধরনের দেশকে রাখা হয়েছে। তবে ২০১৪ সালে এই প্রতিশ্রুত লগ্নির অঙ্ক ৬২০ কোটি ডলার বা ৩৯,৬৮০ কোটি টাকা। আগের বছরের তুলনায় তা কম হলেও প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।

বিশ্বব্যাঙ্ক গোষ্ঠীর সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ সংক্রান্ত প্র্যাকটিস ম্যানেজার ক্লাইভ হ্যারিস বলেন, ‘‘এই ৫টি দেশ ২০১৪ সালে ৭৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে, যা শিল্পায়নের বিচারে দ্রুত উপরের দিকে উঠে আসা রাষ্ট্রগুলিতে আসা মোট লগ্নি প্রস্তাবের ৭৩ শতাংশ।’’ ১৩৯টি দেশে আসা মোট লগ্নি প্রস্তাব ১০,৭৫০ কোটি ডলার। মূলত ব্রাজিলেই বেশি লগ্নির প্রস্তাব এসেছে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়। তবে চিনে প্রস্তাবের অঙ্ক ২৫০ কোটি ডলার, যা গত ২০১০ সালের পর থেকে সবচেয়ে কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India World Bank first five investment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE