Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কর্মীর সঙ্গে সম্পর্ক, চাকরি গেল ইনটেল সিইও-র

ক্রনিৎস এর জায়গায় অন্তর্বতীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থার চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) বব সোয়ানকে। কম্পিউটারের চিপ তৈরি শিল্পে ইনটেলের অগ্রগতির ধারা বজায় রাখার জন্য সবরকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন নতুন সিইও বব।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি কনফারেন্সে ব্রায়ান ক্রনিৎস্। —পিটিআই

ওয়াল স্ট্রিট জার্নালের একটি কনফারেন্সে ব্রায়ান ক্রনিৎস্। —পিটিআই

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ২২:১৯
Share: Save:

এক কর্মীর সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসতেই চাকরি গেল ইনটেল-এর সিইও ব্রায়ান ক্রনিৎস্-এর। বৃহস্পতিবার সংস্থার তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ক্রনিৎস-এর সঙ্গে সংস্থার এক কর্মীর সম্পর্ক ছিল, যা সংস্থার নিয়ম বিরুদ্ধে।

ক্রনিৎস এর জায়গায় অন্তর্বতীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থার চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) বব সোয়ানকে। কম্পিউটারের চিপ তৈরি শিল্পে ইনটেলের অগ্রগতির ধারা বজায় রাখার জন্য সবরকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন নতুন সিইও বব।

ইনটেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সংস্থার ভিতরে এবং বাইরেও নতুন সিইও-র জন্য চেষ্টা চালাচ্ছিল সংস্থা। এমনকী নতুন সিইও খুঁজতে একটি সার্চ কমিটিও তৈরি হয়। পরে ববের নাম চূড়ান্ত হওয়ার পর ইনটেলের চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান বলেছেন, ‘‘সংস্থার ব্যবসার ধারা ও পদ্ধতির উপর বোর্ড অব ডিরেক্টর্সের ভরসা রয়েছে। একইসঙ্গে ববের উপরও সংস্থার আস্থা রয়েছে যে সেই ধারা বজায় রাখবেন তিনি।’’

আরও পড়ুন: লোহা, ইস্পাত, ডাল সহ ২৯টি মার্কিন পণ্যে আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র

আর বব বলেছেন, ‘‘আমাদের সংস্থার কর্মীরা দুর্দান্ত সব পণ্য উৎপাদন করছেন। সংস্থার বৃদ্ধি এবং অর্থনৈতিক অবস্থা খুবই ভাল। ভবিষ্যতে ইনটেলকে কম্পিউটারের বাজারে আরও ভাল অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’’

আরও পড়ুন: তিন হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার ব্যাঙ্ক অব মহারাষ্ট্রর শীর্ষকর্তা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE