Advertisement
০৫ মে ২০২৪

ফান্ড কিনতেও ডিজিটাল ওয়ালেট

নোট-কাণ্ডের পর থেকেই নগদহীন লেনদেনে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। আর, তার সঙ্গে তাল মিলিয়েই এ বার ডিজিটাল ওয়ালেট মারফত ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যের মিউচুয়াল ফান্ড ইউনিট কেনায় সায় দিল বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৩:০৪
Share: Save:

নোট-কাণ্ডের পর থেকেই নগদহীন লেনদেনে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। আর, তার সঙ্গে তাল মিলিয়েই এ বার ডিজিটাল ওয়ালেট মারফত ৫০ হাজার টাকা পর্যন্ত মূল্যের মিউচুয়াল ফান্ড ইউনিট কেনায় সায় দিল বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।

পাশাপাশি, এখন থেকে একজন ব্রোকারই যাতে পণ্যের আগাম লেনদেন ও ইকুইটি কেনাবেচা করতে পারেন, সে জন্য তাঁদের অভিন্ন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেবি। অন্য দিকে, মূলধনী বাজারে কালো টাকার অনুপ্রবেশ ঠেকাতে পার্টিসিপেটরি নোট (পি-নোট) মারফত লগ্নি বন্ধের সিদ্ধান্ত নিল বাজার নিয়ন্ত্রক। সেবি কর্ণধারের দায়িত্ব নেওয়ার পরে এটিই ছিল ত্যাগীর পরিচালনায় পর্ষদের প্রথম বৈঠক।

বুধবার চেয়ারম্যান অজয় ত্যাগীর নেতৃত্বে পরিচালন পর্ষদের বৈঠকে মূলধনী বাজারের ঢালাও সংস্কারের লক্ষ্যে এই সব সিদ্ধান্ত নিয়েছে সেবি।

সেবি-র নিয়ম

• ক্রেতা ধরতে টোপ দিতে পারবে না ওয়ালেট সংস্থা

• একই লাইসেন্সে পণ্য, শেয়ার বাজারে লেনদেনে সায় ব্রোকারদের

• কালো টাকায় রাশ টানতে পার্টিসিপেটরি নোট মারফত লেনদেনে কড়াকড়ি

তার মধ্যে মিউচুয়াল ফান্ড প্রকল্প কেনার ক্ষেত্রে সেবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সম্ভাব্য লগ্নিকারীকে উৎসাহ দিতে দামে ছাড় ইত্যাদির মতে কোনও টোপ সরাসরি বা পরোক্ষ ভাবে দিতে পারবে না ই-ওয়ালেট সংস্থা। লগ্নির টাকা ভাঙানোর সময়েও তা জমা করা হবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

এখন থেকে পণ্যের আগাম বাজার ও স্টক এক্সচেঞ্জে লেনদেনের জন্য আর আলাদা লাইসেন্স নিতে হবে না। এর জন্য অভিন্ন লাইসেন্স দেওয়ার প্রস্তাবে এ দিন সবুজ সঙ্কেত দিয়েছে বাজার নিয়ন্ত্রক। এর জন্য প্রয়োজনীয় বিধি সংশোধনও করবে সেবি।

এ দিকে, কালো টাকার অবাধ প্রবেশ রুখতে এ দেশে বসবাসকারী ও অনাবাসী ভারতীয়, সকলের জন্যই পি-নোট মারফত লগ্নি নিষিদ্ধ করল সেবি। উল্লেখ্য, পি-নোটের মাধ্যমে ভারতের বাজারে লগ্নির জন্য অ্যাকাউন্ট খুলে থাকে বিভিন্ন দেশি-বিদেশি আর্থিক সংস্থা। এই ব্যবস্থায় কালো টাকা বা সন্ত্রাসবাদী সংগঠনের টাকা ঢোকার সুযোগ থেকে যায় বলেই তাতে রাশ টানতে চেয়েছে সেবি। মূলত বিদেশি লগ্নিকারী সংস্থাই পি-নোট মারফত ভারতের বাজারে লগ্নি করতে পছন্দ করে। পণ্য বাজারেও দিন-ক্ষণ বেঁধে আগাম লেনদেনের নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SEBI digital wallets
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE