এখন সোনা বা সোনার গয়না কিনতে ক্রেতাদের ৩ শতাংশ পণ্য পরিষেবা কর (জিএসটি) দিতে হয়। সেই হার কমিয়ে ১.২৫ করা হোক। সাধারণ বাজেটের আগে এমনই দাবি তুলল ভারতে সোনা ও রত্ন ব্যবসায়ীদের মূল সংগঠন অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল (জিজেসি)। শুধু তাই নয়, সোনা ও গয়নার বিক্রি বাড়াতে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছে জিজেসি। এখন দু’লাখ টাকা বা তার বেশি মূল্যের সোনা কিনতে প্যানের উল্লেখ বাধ্যতামূলক। সেটা বাড়িয়ে যাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক পাঁচ লাখ টাকা করে সে ব্যাপারেও আর্জি জানানো হয়েছে। এটা দুই দাবি মেনে নেওয়া হলে দেশে সোনার ব্যবসায় নতুন গতি আসবে বলেই মনে করা হচ্ছে।