Advertisement
E-Paper

কোরিয়ার হুমকির ছায়া বাজারে

শেয়ার বাজারে সংশোধন হওয়ার কথা চলছিল অনেক দিন ধরেই। কিন্তু জুতসই কোনও কারণ ছিল না। সেবির নির্দেশ সেই সুযোগ এনে দেয় সোমবার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ০২:৫৮

ফের ধাক্কা শেয়ার বাজারে। এ বার আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনার জেরে বুধবার আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্ব বাজারে, যার ঢেউ এসে পড়ে ভারতেও। ভুয়ো সংস্থা সন্দেহে সেবি-র কড়াকড়ির জের কাটিয়ে ওঠার আগেই প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপ গুয়ামে মাঝারি থেকে দীর্ঘ পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র হানা নিয়ে উত্তর কোরীয় সামরিক নেতা কিম জং হুনের হুমকি মুম্বই বাজারের সূচক সেনসেক্সকে টেনে নামায় ৩২ হাজারের নীচে। ৯৯০০ অঙ্কের নীচে নেমে যায় নিফ্‌টি-ও। এশিয়া ও ইউরোপ জুড়ে শেয়ার বিক্রির হিড়িক প্রভাব ফেলে ভারতে। এই পরিপ্রেক্ষিতেই নিরাপদ লগ্নির মাধ্যম হিসেবে বিশ্ব জুড়েই বেড়ে যায় সোনার দাম।

শেয়ারের পাশাপাশি এ দিন ডলারে টাকার দাম ২১ পয়সা পড়ে যাওয়ায় দিনের শেষে প্রতি ডলার দাঁড়ায় ৬৩.৮৪ টাকা। আমদানিকারীদের তরফে এ দিন ডলারের চাহিদা বেশি ছিল। ব্যাঙ্কগুলিও ডলার কেনার বহর বাড়িয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর।

শেয়ার বাজারে সংশোধন হওয়ার কথা চলছিল অনেক দিন ধরেই। কিন্তু জুতসই কোনও কারণ ছিল না। সেবির নির্দেশ সেই সুযোগ এনে দেয় সোমবার। শুধু ৩৩১টি সংস্থাকে সন্দেহের তালিকায় আনাই নয়, তার মধ্যে ১৬৭টি সংস্থার শেয়ারের লেনদেনও এই দু’দিনে বন্ধ করে দিয়েছে বাজার নিয়ন্ত্রক। বাজার তার প্রকোপ কাটিয়ে ওঠার আগেই পতনে বুধবার ইন্ধন জোগাল উত্তর কোরিয়ার হুমকি। পাশাপাশি, সীমান্ত বিতর্ককে ঘিরে ভারত এবং চিনের মধ্যেও সম্পর্ক দিন দিনই খারাপ হচ্ছে। অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে, এ বছর ভারত-চিন যৌথ সামরিক মহড়া বাতিল হওয়ার মুখে। এ সবের জেরে দ্রুত পড়তে শুরু করেছে বাজার। গত তিন দিনের লেনদেনে সেনসেক্স খুইয়েছে ৫২৭ পয়েন্টের বেশি। বুধবার সেনসেক্স পড়েছে ২১৬.৩৫, নিফ্‌টি খুইয়েছে ৭০.৫০ পয়েন্ট। দিনের শেষে সেনসেক্স দাঁড়ায় ৩১,৭৯৭.৮৪, নিফ্‌টি ৯,৯০৮.০৫ অঙ্কে।

আরও পড়ুন: সুগতের তিরে বিদ্ধ, মুগ্ধও বটে প্রধানমন্ত্রী

তবে ঝুঁকি এড়াতে চাহিদা বাড়ার জেরে উপরে উঠতে শুরু করেছে সোনা। দিল্লির বাজারে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২০০ টাকা বেড়ে গিয়েছে। কলকাতায় বেড়েছে ১৯৫ টাকা। পাশাপাশি বেড়েছে রুপোও। দিল্লিতে রুপোর বাট কিলোগ্রাম পিছু ১১৩০ টাকা এবং কলকাতায় ৬০০ টাকা বেড়ে গিয়েছে।

বাজার কতটা পড়তে পারে? গত কয়েক দিনে দামে সংশোধন অনেকটাই হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান এবং ক্যলকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ। তিনি বলেন, ‘‘নিফ‌টি (ফিউচার) এক সময়ে ১০,১৮০ অঙ্ক ছুঁয়েছিল। সাম্প্রতিক সংশোধনে ইতিমধ্যেই প্রায় ২০০ পয়েন্ট খুইয়েছে নিফ্‌টি। আমার ধারণা, তা আর বড়জোর ১০০ পয়েন্ট পড়তে পারে।’’ এ দিকে বর্তমান পড়তি বাজারকে শেয়ার কেনার ভাল সুযোগ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞদের মধ্যে অধিকাংশই। প্রবীণ বাজার বিশেষজ্ঞ অজিত দে বলেন, দীর্ঘ মেয়াদে ভাল শেয়ারে লগ্নি করার এটাই সময়।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প নিয়ে মঙ্গলবারই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে ছুটি কাটাতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘আমেরিকাকে হুমকি দেওয়া এ বার বন্ধ করতে হবে উত্তর কোরিয়াকে। না-হলে তাদের প্রবল রোষের মুখে পড়তে হবে।’’ ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র বিভাগের সামরিক কর্তা কিম বুধবার জানিয়ে দেন, গুয়ামে হামলা চালানোর কথা ভাবছেন তাঁরা। দ্বীপটির গুরুত্ব হল ছ’হাজার মার্কিন সেনা সেখানে মোতায়েন রয়েছে। সেই কারণেই গুয়ামকে আক্রমণের হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। আর, তা বিশ্ব জুড়ে চিন্তায় ফেলছে শেয়ার বাজারকে।

জমছে মেঘ

n প্রশান্ত মহাসাগরে মার্কিন দ্বীপ গুয়ামে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হানার হুমকি

n সীমান্ত বিতর্ককে কেন্দ্র করে ভারত-চিন সম্পর্কের অবনতি

n সেবির সন্দেহের তির ৩৩১টি ‘ভুয়ো’ সংস্থার বিরুদ্ধে

n সেগুলির মধ্যে দু’দিনে ১৬৭টির শেয়ার লেনদেন বন্ধের নির্দেশ

Indian Market North Korea US উত্তর কোরিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy