Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মোদী সরকারের মার্কশিট

সরকারের মেয়াদ পূর্তির শেষ বছরে পা রাখার আগে তাই অর্থনীতির হাল খতিয়ে দেখা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ০৪:১৬
Share: Save:

চার বছর আগে ঠিক এই দিনে দিল্লির মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদী। সঙ্গী ছিল বিপুল প্রত্যাশা। কারণ, নির্বাচনী প্রচারে দেশের অর্থনীতির ভোল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কথা দিয়েছিলেন বিপুল কর্ম সংস্থানের। কতটা পূরণ হল সেই প্রত্যাশা? মোদী কথা রেখেছেন কতখানি? সরকারের মেয়াদ পূর্তির শেষ বছরে পা রাখার আগে তাই অর্থনীতির হাল খতিয়ে দেখা।

বেহাল বৃদ্ধি

• ২০১৩-১৪: ৬.৯%

• ২০১৭-১৮

• তৃতীয় ত্রৈমাসিক: ৭.২%

• দ্বিতীয় ত্রৈমাসিক: ৬.৫%

• চার বছরে আর্থিক বৃদ্ধির গড় ৭.৩%। ব্রিকস দেশগুলির মধ্যে দ্রুততম। কিন্তু আগের এক দশকের গড়ের (৭.৬%) তুলনায় কম। অথচ সেই সময় বৃদ্ধির ঢিমে হার নিয়ে ইউপিএ সরকারকে নিয়মিত বিঁধতেন মোদী!

• বিরোধীদের দাবি, এই বৃদ্ধির হারও এসেছে হিসেবের নিয়ম ও ভিত্তিবর্ষ বদলে। নইলে আরও বিবর্ণ দেখাত অর্থনীতির ছবি।

ঝিমিয়ে শিল্প

• মে, ২০১৪: ৪.৭%

• মার্চ, ২০১৮: ৪.৪%

• ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে এত ঢাক-ঢোল পেটানোর পরেও গতি নেই শিল্প বৃদ্ধির চাকায়। লগ্নি করতে চার বছরে সে ভাবে এগিয়ে আসেননি দেশীয় শিল্পপতিরা।

প্রশ্ন বিদেশি লগ্নিতেও

• ২০১৩-১৪: ৩,৬০০ কোটি ডলার

• ২০১৬-১৭: ৬,০০৮ কোটি ডলার

• ২০১৭-১৮ (প্রথম ন’মাসে): ৩,৫৯৫ কোটি ডলার

• বিদেশি বিনিয়োগ আসা বেড়েছে ঠিকই। কিন্তু অধিকাংশটাই বিভিন্ন সংস্থার অংশীদারির হাতবদলে।

নিঝুম কারখানা

• মোদী জমানায় জিডিপিতে উৎপাদন শিল্পের অংশীদারি বেড়েছে মাত্র ৮০ বেসিস পয়েন্ট।

• কথা ছিল, ২০২২ সালের মধ্যে জিডিপিতে কল-কারখানার অবদান দাঁড়াবে ২০%। কিন্তু তা হতে গেলে বাকি বছরগুলিতে এই শিল্পকে বাড়তে হবে ১৭.৫% হারে! বিশেষজ্ঞরা বলছেন, সম্ভব নয়। কারণ, ৪ বছরে তা খাবি খেয়েছে ৮ শতাংশের কাছে যেতে।

চাষির আত্মহত্যা

• ২০২২ সালের মধ্যে চাষির আয় দ্বিগুণের কথা বলেছেন মোদী।

• কিন্তু কৃষক আত্মহত্যার মিছিল জারি। কাঁপুনি ধরিয়েছিল তাঁদের ‘মুম্বই দখল’ও।

কাজ কই?

• গত লোকসভা ভোটের আগে বিপুল কাজের সুযোগ তৈরির কথা বলতেন মোদী। প্রতিশ্রুতি দিতেন বছরে দু’কোটি কর্মসংস্থানের। অথচ এখন বছরে দু’লক্ষ কাজের সুযোগ তৈরিতেই হিমসিম কেন্দ্র।

• মুখ রাখতে পিএফে নথিভুক্তি বাড়ার হিসেব দিতে হচ্ছে মোদীকে। রোজগারের তালিকায় পকোড়ার দোকান খোলাও!

• ২০১১ সালে যেখানে ৯.৩০ লক্ষ নতুন কাজের সুযোগ তৈরি হয়েছিল, সেখানে ২০১৬ সালে তা ২.৩১ লক্ষ। বলছে শ্রম মন্ত্রকের সমীক্ষাই।

• রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, কাজের সুযোগ কমেছে ০.১%।

• উত্তরপ্রদেশে সরকারি অফিসে ৩৬৬টি পিওনের পদে আবেদন জমা পড়েছে ২৩ লক্ষ! ২৫৫ জন পিএইচডি। ২ লক্ষ ইঞ্জিনিয়ার।

স্বস্তি মূল্যবৃদ্ধিতে

মে, ২০১৪:

• খুচরো মূল্যবৃদ্ধি: ৮.২৮%

• সার্বিক মূল্যবৃদ্ধি: ৬.০১%

এপ্রিল, ২০১৮:

• খুচরো মূল্যবৃদ্ধি: ৪.৫৮%

• সার্বিক মূল্যবৃদ্ধি: ৩.১৮%

• মূল্যবৃদ্ধিতে রাশ টানতে সফল মোদী সরকার। কিন্তু অনেকের প্রশ্ন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সে ভাবে কমল কই? আর তেলের দর যে ভাবে চড়ছে, তাতে এই স্বস্তিটুকুও আর কত দিন?

তেলে আগুন

১৬ মে, ২০১৪ (কলকাতায়):

• পেট্রল: ৭৯.২৬ টাকা

• ডিজেল: ৬১.৩৮ টাকা

২৬ মে, ২০১৮ (কলকাতায়):

• পেট্রল: ৮০.৬১ টাকা

• ডিজেল: ৭১.৪৫ টাকা

• মোদীর দিল্লি দখলের সময়ে পেট্রলের দর বদল হত প্রতি ১৫ দিনে। আর ডিজেল ছিল নিয়ন্ত্রিত। চার বছর পেরিয়ে ডিজেল তাই অনেক বেশি। পেট্রল গায়ে-গায়ে।

• কিন্তু অনেকের অভিযোগ, প্রথম সাড়ে তিন বছরে বিশ্ব বাজারে অশোধিত তেল ছিল তলানিতে। সেই সুযোগে ন’বার উৎপাদন শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। দাবি উঠছে, এখন দরে রাশ টানতে সেই কর ছাঁটুক সরকার।

• ইউপিএ জমানায় এক সময় অশোধিত তেলের দাম ছিল আরও চড়া। বিশ্ব বাজারে ব্যারেলে তা উঠেছিল ১১০-১১২ ডলারে। প্রশ্ন উঠছে, ৮০ ডলার ছুঁতেই তো আগের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে পেট্রল। এর পরে?

চাপে টাকা

২৬ মে, ২০১৪:

• ১ ডলার= ৫৮.৭১ টাকা

• ২৫ মে, ২০১৮:

• ১ ডলার= ৬৭.৭৮ টাকা

• ডলারের সাপেক্ষে টাকার দর এতখানি নেমে যাওয়াতেও নাভিশ্বাস কেন্দ্রের। এতে তেল আমদানির খরচ বাড়ছে লাফিয়ে।

বিদেশি মুদ্রার ভাণ্ডার

২৩ মে, ২০১৪:

• ৩১,২৬৫ কোটি ডলার

১১ মে, ২০১৮:

• ৪১,৭৭০ কোটি ডলার

• এই ভাঁড়ার ফুলে-ফেঁপে উঠেছে। আশঙ্কা, টাকার পতন রুখতে আর তেলের দাম মেটাতে গিয়ে তা খরচ হবে অনেকখানি।

রাজকোষ ঘাটতি

• ২০১৩-১৪: ৪.৫%

• ২০১৭-১৮ (লক্ষ্যমাত্রা): ৩.৫%

• ইউপিএ জমানার তুলনায় এই ঘাটতি কমেছে। কিন্তু গত বাজেটে লক্ষ্যমাত্রার মধ্যে তাকে বেঁধে রাখতে পারেনি কেন্দ্র।

চলতি খাতে ঘাটতি

• ২০১৩-১৪ (তৃতীয় ত্রৈমাসিক): ০.৯%

• ২০১৭-১৮ (তৃতীয় ত্রৈমাসিক): ২%

• তেলের দর বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ার কারণে এই ঘাটতির পারদও চড়ছে দ্রুত।

বাণিজ্য ঘাটতি

• মে, ২০১৪: ১,১২৩ কোটি ডলার

• এপ্রিল, ২০১৮:
১,৩৭০ কোটি ডলার

• প্রতিশ্রুতি ছিল, ভারতে পণ্য তৈরি করে তা সারা বিশ্বে রফতানি করবে দেশীয় ও বহুজাতিক সংস্থাগুলি। কিন্তু বাণিজ্য ঘাটতি বরং বেড়েছে কিছুটা।

চাঙ্গা বাজার

২৬ মে, ২০১৪:

• সেনসেক্স: ২৪,৭১৬.৮৮

২৫ মে, ২০১৮:

• সেনসেক্স: ৩৪,৯২৪.৮৭

• চার বছরে ষাঁড়ের দৌড় (বুল রান) বজায় থেকেছে বেশির ভাগ সময়ই। সেনসেক্স উঠেছে ৪১%। লগ্নিকারীদের হাতে বেড়েছে ৭২ লক্ষ কোটি টাকা। মাঝে এক সময় ৩৬ হাজার ছাড়িয়েছিল সেনসেক্স।

সুদে টান

২০১৩-১৪:

• পিপিএফ: ৮.৭%

• ইপিএফ: ৮.৭৫%

২০১৭-১৮:

• ইপিএফ: ৮.৫৫%

• ২০১৮-১৯ (প্রথম ত্রৈমাসিক)

• পিপিএফ: ৭.৬%

• পিপিএফ সমেত স্বল্প সঞ্চয়ে সুদ কমায় মুশকিলে আমজনতা। নাভিশ্বাস সুদনির্ভর মানুষের।

সংস্কারের রথ

• ডিজেলে নিয়ন্ত্রণ উঠল।

• জিএসটি চালু।

• চালু হল দেউলিয়া বিধিও।

• শর্ত সাপেক্ষে বিমা, পেনশনে সরাসরি বিদেশি লগ্নি ৪৯%।

• প্রতিরক্ষা-সহ কয়েকটি ক্ষেত্রে খুলল বিদেশি লগ্নির দরজা।

বিতর্কিত

• নোটবন্দি। টাকা তুলতে হয়রানি, মৃত্যুও। কাজ গেল অনেকের।

• তড়িঘড়ি জিএসটি চালু।

• অর্থনীতি নিয়ে বুক বাজানোর পরেও বেহাল দশা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। অনুৎপাদক সম্পদের বোঝায় বিপুল লোকসান।

• পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নীরব মোদীর কেলেঙ্কারি। দাভোসে প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে থাকা নীরব বেপাত্তা। নাগালে আসেননি মামা মেহুল চোক্সীও।

তথ্য সংকলন: মেধা রায়, শুভদীপ গুপ্ত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE