Advertisement
E-Paper

অনিশ্চিত বাজারে মওকা বুঝে শেয়ার কেনার পরামর্শ

শেয়ার বাজারে ত্র্যহস্পর্শ। যার চাপে বাজার অনিশ্চিত। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোলান্ড ট্রাম্পের জয়, ডিসেম্বরে মার্কিন মুলুকে সুদ বাড়ার সম্ভাবনা এবং সর্বোপরি ভারতে মোদী সরকারের বড় অঙ্কের কারেন্সি নোট বাতিলের সিদ্ধান্ত— অনিশ্চয়তা মূলত এই তিন কারণকে ঘিরেই।

প্রজ্ঞানন্দ চৌধুরী

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০২:৫৪

শেয়ার বাজারে ত্র্যহস্পর্শ। যার চাপে বাজার অনিশ্চিত।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোলান্ড ট্রাম্পের জয়, ডিসেম্বরে মার্কিন মুলুকে সুদ বাড়ার সম্ভাবনা এবং সর্বোপরি ভারতে মোদী সরকারের বড় অঙ্কের কারেন্সি নোট বাতিলের সিদ্ধান্ত— অনিশ্চয়তা মূলত এই তিন কারণকে ঘিরেই। বিশেষজ্ঞদের ধারণা, এই অনিশ্চিত পরিস্থিতিতে বাজারে শেয়ারের দাম দ্রুত ওঠানামা করতে পারে। সাধারণ ভাবে তাঁরা চান, এই অবস্থায় ক্ষুদ্র লগ্নিকারীরা বিনিয়োগের ক্ষেত্রে সাবধানে পা ফেলুন। তবে একই সঙ্গে মওকা বুঝে প্রতিটি পতনে ভাল শেয়ার কেনার পক্ষে রায় দিয়েছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত, ভোটের প্রচারের সময়ে ট্রাম্প যে-সব কথা বলেছেন, তা শোনার পর থেকেই তাঁকে ঘিরে ভারতের শেয়ার বাজার মহলের উদ্বেগ বেড়েছে। তাই তাঁদের সকলের চোখই এখন জেতার পরে ট্রাম্প কী নীতি নেন, তার দিকে। বিশেষজ্ঞদের ধারণা, সে ব্যাপারে একটা মোটমুটি পরিষ্কার ধারণা না-পাওয়া পর্যন্ত লগ্নিকারীরা স্থায়ী ভাবে বড় অঙ্ক ঢালার দিকে এগোবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ক্ষমতায় আসার পরে ট্রাম্প অবশ্য কিছুটা ভারসাম্য বজায় রেখেই এগোবেন বলে বাজার সূত্রের ইঙ্গিত। বিশেষজ্ঞরাও এ ব্যাপারে কিছুটা আশাবাদী। যেমন, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি এবং স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ। তিনি বলেন, ‘‘নির্বাচনের প্রচারে বক্তৃতা দেওয়া আর প্রশাসক হিসাবে নীতি স্থির করা এক নয়। ট্রাম্প নিজে একজন পুঁজিপতি। তাই মার্কিন শিল্পপতিদের স্বার্থের পরিপন্থী কোনও সিদ্ধান্ত তিনি শেষ পর্যন্ত নেবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।’’ কমলবাবুর বক্তব্য, নির্বাচনী বক্তৃতায় দেশের বেকার সমস্যা মেটাতে আউটসোর্সিং বন্ধে পদক্ষেপ করার কথা বলেছিলেন ট্রাম্প। আর সেখান থেকেই তাঁর প্রতি আস্থা হারাতে শুরু করে বাজার। অন্য দিকে, মার্কিন শিল্পপতিরা আউটসোর্সিংয়ের পক্ষে। তাঁদের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প আউটসোর্সিং বন্ধ করার ক্ষেত্রে কতটা কঠিন মনোভাব নেবেন, তাতে সন্দেহ আছে।

তবে ট্রাম্প শেষ পর্যন্ত যা-ই করুন না কেন, তিনি যে-সব কথাবার্তা বলেছেন, তার বিরূপ প্রভাব বাজারে পড়বে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞ অজিত দে। তাঁর কথায়, ‘‘সম্প্রতি ট্রাম্প বলেছেন, আমেরিকায় বসবাসকারী ৩০ লক্ষ অনাবাসীকে দেশ থেকে বিতাড়িত করবেন। আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট পদে বসে এই ধরনের কথা শুধু ভারতে নয়, বিশ্বের অন্য অনেক দেশেও বিরূপ প্রভাব ফেলতে পারে।’’

তা ছাড়া, বাজারের ভয়, ডিসেম্বরে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদ বাড়াতে পারে। সেটা হলে ভারত থেকে বিভিন্ন বিদেশি আর্থিক সংস্থা লগ্নি তুলে নেবে বলেও বাজার মহলের ধারণা।

অথচ, এ দেশের শেয়ার বাজারের উত্থানের পিছনে বিদেশি সংস্থাগুলির অবদান গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই নোট-কাণ্ডের জেরে তারা ভারতে টানা শেয়ার বিক্রি করে চলেছে। গত দিন দশেক ধরে ওই সব সংস্থা ভারতের বাজারে প্রতি দিন গড়ে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এটাও উদ্বেগ বাড়িয়েছে।

তবে নোট বাতিলের সিদ্ধান্ত আখেরে দেশের আর্থিক ক্ষেত্রে ভাল প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞদের মধ্যে অধিকাংশেরই ধারণা। অজিতবাবু বলেন, ‘‘এর ফলে মূল্যবৃদ্ধির হার কমবে।’’ কমলবাবু মনে করেন, ‘‘কর মেটানোর ব্যাপারে যে অনীহা অনেকের মধ্যে রয়েছে, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে আগামী দিনে তা কমবে। বাড়বে কর আদায়।’’

পাশাপাশি বড় নোট বাতিলের সিদ্ধান্তে কমতে পারে সুদের হার। কারণ, ওই ঘোষণার পরে ব্যাঙ্কগুলির ঘরে টাকা জমা পড়ার বহর হু হু করে বাড়ছে। কেন্দ্রীয় সরকারের এক হিসাব অনুযায়ী ঘোষণার পরে ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর, এই চার দিনেই ব্যাঙ্কের ঘরে জমা পড়েছে ৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে গ্রাহকরা তুলেছেন ৫০ হাজার কোটি টাকা। বিশেষজ্ঞদের ধারণা, ঘরে টাকা আসার ফলে এবার ব্যাঙ্কগুলি চাইবে ঋণের পরিমাণ বাড়াতে। তাই ঋণ নেওয়ার ব্যাপারে শিল্প ও সাধারণ মানুষকে উৎসাহিত করতে ব্যাঙ্কগুলি সুদের হার কমাতে পারে। এর পর ঋণনীতি ফিরে দেখতে বসে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমাতে পারে বলেই আশা করছে শেয়ার বাজার মহল।

এ ছাড়া বিশ্ব বাজারে মার্কিন ডলারের দাম ক্রমশ বাড়ছে। এর ফলে ভারতের আমদানি খাতে খরচ বাড়বে। যার বিরূপ প্রভাবও আর্থিক ক্ষেত্রে পড়ার সম্ভাবনা।

শেয়ার বাজারের এই অনিশ্চিত অবস্থায় ক্ষুদ্র লগ্নিকারীদের বিনিয়োগের ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Stock Market Investment Plan Market Situation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy