Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Economy and Business

সংসদের বাদল অধিবেশনেই নতুন ক্রেতা সুরক্ষা বিল?

ওই বিলে মার্কিন ফেডারাল ট্রেড কমিশন (এফটিসি) -এর ধাঁচে ঢেলে সাজার প্রস্তাব রাখা হয়েছে ভারতের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষকে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ২১:১৮
Share: Save:

৩১ বছর পর নতুন ক্রেতা সুরক্ষা বিল আনা হচ্ছে সংসদে। সংসদের চলতি বাদল অধিবেশনেই সম্ভবত ওই বিল আনা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের দাবি, ক্রেতাদের সুরক্ষা আরও নিশ্চিত করতেই ওই বিল আনা হচ্ছে।

সরকারি সূত্রের খবর, ওই বিলে মার্কিন ফেডারাল ট্রেড কমিশন (এফটিসি) -এর ধাঁচে ঢেলে সাজার প্রস্তাব রাখা হয়েছে ভারতের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষকে। এও বলা হয়েছে, ক্রেতাদের স্বার্থ ঠিকঠাক ভাবে রক্ষিত হচ্চে কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের ফলাফল কী হচ্ছে, নিয়মিত ভাবে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে মামলা দায়ের করা হবে। স্বতঃপ্রণোদিত হয়ে বা কারও দায়ের করা অভিযেগের ভিত্তিতে। কোনও পণ্যের নির্মাণ, নকশা, ফর্মুলা, প্রস্তুতি, বিধিবদ্ধ সতর্কীকরণ, পরীক্ষানিরীক্ষা, মার্কেটিং, প্যাকেজিংস েলেবেলিং-এর ভুলভ্রান্তির জেরে কারও মৃত্যু হলে বা কেউ অসুস্থ বা জখম হলে বা তাঁর বা তাঁদের সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে পণ্য নির্মাতা, ডিলার, খুচরো বিক্রেতা, সবাইকেই আইনত দণ্ডণীয় হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ওই আসন্ন বিলে।

আরও পড়ুন- দায়সারা পাসওয়ার্ডেই ভাইরাস হানা, অভিযোগ​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE