Advertisement
০৯ মে ২০২৪

বিক্রি বাড়াতে রেনো-র বাজি কুইড

গত বছর এ দেশে ৫০ হাজার গাড়ি বিক্রির মাইলফলক পেরিয়েছিল ফরাসি বহুজাতিক সংস্থা রেনো। এ বছর এক লক্ষের সীমা পেরোনো নিয়ে আশাবাদী সংস্থার কর্তারা। আর তা ছুঁতে আরও বেশি শহরে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৮
Share: Save:

গত বছর এ দেশে ৫০ হাজার গাড়ি বিক্রির মাইলফলক পেরিয়েছিল ফরাসি বহুজাতিক সংস্থা রেনো। এ বছর এক লক্ষের সীমা পেরোনো নিয়ে আশাবাদী সংস্থার কর্তারা। আর তা ছুঁতে আরও বেশি শহরে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

নিসানের সঙ্গে গাঁটছড়া বেঁধে বেশ কয়েক বছর আগে ভারতে পা রাখলেও গোড়ার দিকে তেমন বাজার ধরতে পারেনি রেনো। এর পর কম দামি ছোট গাড়ি ‘কুইড’ বাজারে এনে নতুন জায়গা তৈরি করে তারা। বাজার-দখল বাড়াতে কুইড-ই যে তাদের অন্যতম হাতিয়ার, তা স্পষ্ট গাড়ি বিক্রির পরিসংখ্যানেও।

সম্প্রতি কলকাতায় তাদের দ্বিতীয় ডিলার নিয়োগ করেছে রেনো। সেই উপলক্ষে শহরে সংস্থার এমডি সুমিত সাহনি জানান, জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত প্রায় ৮৭ হাজার গাড়ি বিক্রি হয়েছে। এর মধ্যে ৬৫ হাজার কুইড। ডিসেম্বরের মধ্যে এক লক্ষের সীমা ছাড়িয়ে যাবেন বলেই তাঁদের আশা।

বস্তুত, বাজারে দখল বাড়াতে মারুতির পথেই হাঁটতে চাইছে রেনো। কম দামি ছোট গাড়ি, যন্ত্রাংশ যতটা সম্ভব স্থানীয় ভাবেই জোগাড় করা ও দ্রুত বিভিন্ন জায়গায় পৌঁছনো— ভারতে বাজার দখলে এটাই ছিল তার মূল মন্ত্র। সে ভাবেই এগোচ্ছে রেনোও।

বছরের গোড়ায় ২০৫টি ডিলার ছিল রেনো-র। সাহনি জানান, ডিসেম্বরে তা ২৭০ ছোঁবে। শহরে চালু হয়েছে নতুন ডিলার ‘রেনো কলকাতা সাউথ’। রাজ্যে তা সপ্তম। তিন মাসে নয়া শো-রুম খোলা হবে রাজারহাট ও হাওড়ায়। তার পরে হলদিয়া, কৃষ্ণনগর, মালদহের মতো শহরেও পা রাখবে রেনো।

৮০০ সিসি-র পরে ১ লিটার ই়ঞ্জিনের কুইড এনেছে রেনো। শহরে দু’টি সংস্করণের দর যথাক্রমে ৪.০৩ লক্ষ ও ৪.১৬ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car Reno Nisshan santro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE