Advertisement
০৫ মে ২০২৪

সচেতনতার লক্ষ্যে

কেন্দ্রের স্বেচ্ছায় আয় ঘোষণা প্রকল্প (ইনকাম ডিক্লারেশন স্কিম, ২০১৬) নিয়ে সচেতনতা বাড়াতে সম্প্রতি একটি আলোচনাসভার আয়োজন করেছিল দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া-র পূর্বাঞ্চলীয় পরিষদ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:৫৫
Share: Save:

কেন্দ্রের স্বেচ্ছায় আয় ঘোষণা প্রকল্প (ইনকাম ডিক্লারেশন স্কিম, ২০১৬) নিয়ে সচেতনতা বাড়াতে সম্প্রতি একটি আলোচনাসভার আয়োজন করেছিল দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া-র পূর্বাঞ্চলীয় পরিষদ। কালো টাকায় রাশ টেনে কর ফাঁকি আটকানোর লক্ষ্যে এই প্রকল্পটি ৩০ সেপ্টেম্বরের মধ্যে লুকোনো আয় ঘোষণার সুযোগ এনেছে দেশবাসীর সামনে। আর এ সম্পর্কে সমাজের সব স্তরের মানুষকে সচেতন করে তোলাই ছিল সভার উদ্দেশ্য। অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্বাঞ্চলে আয়কর বিভাগের প্রিন্সিপাল চিফ কমিশনার এ কে সিংহ, আয়কর বিভাগের দুই প্রিন্সিপাল কমিশনার এস পি চৌধুরী, এন এন মিশ্র প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Program
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE