Advertisement
৩০ এপ্রিল ২০২৪
CryptoCurrency

Cryptocurrency: নিয়ন্ত্রণের পক্ষে মত ক্রিপ্টো-বৈঠকে

কর্নাটকে বিটকয়েন কেলেঙ্কারির প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন।

ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলিকে কড়া নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার পক্ষে মত দিল সংসদীয় কমিটি।

ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলিকে কড়া নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার পক্ষে মত দিল সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ০৫:৫১
Share: Save:

পত্রপাঠ নিষেধাজ্ঞা নয়। বরং ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলিকে কড়া নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার পক্ষে মত দিলেন সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের উল্লেখযোগ্য অংশ। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হার নেতৃত্বাধীন ওই কমিটি ডিজিটাল মুদ্রা নিয়ে প্রথম বার বৈঠকে বসল। পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রককে নিয়ে বৈঠক করার কথা তাদের।

কর্নাটকে বিটকয়েন কেলেঙ্কারির প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন। তার পরেই সংসদীয় কমিটির বৈঠক। ওয়াকিবহাল মহলের বক্তব্য, বিষয়টি নিয়ে কেন্দ্র যে ভাবে তৎপর হয়েছে, তাতে ডিজিটাল মুদ্রা নিয়ে তাদের পুরনো অবস্থান থেকে অনেকটাই সরে আসার লক্ষণ স্পষ্ট। সে ক্ষেত্রে একে নিয়ন্ত্রণে আনার জন্য সংসদের শীতকালীন অধিবেশনে বিল পেশ করার ব্যাপারেও উদ্যোগী হতে পারে তারা। সেটিকে পাঠানো হতে পারে স্ট্যান্ডিং কমিটিতেও।

অতীতে রিজ়ার্ভ ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলেও, সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে। ফলে এই মুদ্রা নিষিদ্ধ না হলেও রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের বাইরে। জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। সঙ্গে ঝুঁকিও। কমিটির সাংসদদের একাংশের বক্তব্য, তারকাদের দিয়ে এক্সচেঞ্জগুলির বিপুল বিজ্ঞাপনও এর কারণ। সব মিলিয়ে বিষয়টি কার্যত হয়ে দাঁড়িয়েছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেআইনি অর্থলগ্নি সংস্থা গোছের। এই বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণ করতে চিনের প্রাচীর গড়ে তুলতে হবে।

এ দিনের বৈঠকে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টো অ্যাসেটস কাউন্সিল, বণিকসভা সিআইআই, শিক্ষাবিদ-সহ বিভিন্ন অংশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বণিকসভার একাংশ নেট মুদ্রাকে নিয়ন্ত্রণে আনার পক্ষে মত দিলেও, কী ভাবে তা সম্ভব সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেনি। নিয়ন্ত্রণ করবে কে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে মুদ্রা নয়, একে সম্পদ হিসাবে দেখা উচিত বলেই মত অধিকাংশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CryptoCurrency
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE