Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দুর্নীতি দমনে আইন বদল

একের পর এক প্রতারণা মামলায় জড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন ব্যাঙ্ক কর্তাদের নাম।

সংসদ ভবন।

সংসদ ভবন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ০৩:১৬
Share: Save:

একের পর এক প্রতারণা মামলায় জড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন ব্যাঙ্ক কর্তাদের নাম। সিবিআই ও পুলিশের হাতে ইতিমধ্যেই গ্রেফতারও হয়েছেন বেশ কিছু প্রাক্তন ও কর্মরত ব্যাঙ্ক আধিকারিক। সরকারি সূত্রের দাবি, অবস্থা এতটাই উদ্বেগজনক যে, সৎ ভাবে কাজ করা ব্যাঙ্ক কর্তারাও এখন চট করে কোনও সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন।

এই পরিস্থিতিতে তাঁদের নির্ভয়ে সিদ্ধান্ত নেওয়ার পথ করে দিতেই এ বার দুর্নীতি দমন আইনে সংশোধন করল কেন্দ্র। মঙ্গলবার সংসদে বিলটি পাশ হয়ে গিয়েছে।

সংশোধিত ওই আইনে বলা হয়েছে, কারও বিরুদ্ধে তদন্তে নামার আগে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। পাশাপাশি ব্যাঙ্ক কর্তাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির খোঁজ যদি না পাওয়া যায়, তবে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলাও করা যাবে না। উল্লেখ্য, গত মাসেই একটি দুর্নীতি সংক্রান্ত মামলায় ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের এমডি-সিইও রবীন্দ্র মরাঠে-কে পুণে পুলিশ গ্রেফতার করে। যার তীব্র সমালোচনা করে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gold Price Sensex Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE