Advertisement
২১ মে ২০২৪

সস্তায় ওয়াই-ফাই পরিষেবার প্রস্তাব

মোবাইল ফোনের রমরমায় ঝাঁপ বন্ধ হয়েছে বেশির ভাগ পাবলিক কল অফিস বা পিসিও-র। সাধ্যের মধ্যে জরুরি ফোন সেরে নেওয়ার জন্য কিছু দিন আগে পর্যন্ত এগুলিই ছিল ভরসা। সেই ধাঁচেই এ বার কম খরচে ওয়াই-ফাই পরিষেবা চালুর প্রস্তাব দিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০২:১৮
Share: Save:

মোবাইল ফোনের রমরমায় ঝাঁপ বন্ধ হয়েছে বেশির ভাগ পাবলিক কল অফিস বা পিসিও-র। সাধ্যের মধ্যে জরুরি ফোন সেরে নেওয়ার জন্য কিছু দিন আগে পর্যন্ত এগুলিই ছিল ভরসা। সেই ধাঁচেই এ বার কম খরচে ওয়াই-ফাই পরিষেবা চালুর প্রস্তাব দিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই।

ট্রাইয়ের সুপারিশ হল, ছোট ব্যবসায়ী বা দোকানিদের ওয়াই-ফাই হটস্পট চালু করার অনুমতি দিলে কম খরচে এই পরিষেবা দেওয়া সম্ভব। এমনকী মুদিখানাতেও তা চালু করা যেতে পারে। সে ক্ষেত্রে এগুলি পিসিও-র ধাঁচে পাবলিক ডেটা অফিস বা পিডিও হিসেবে কাজ করতে পারে বলে জানিয়েছে ট্রাই। বড় সংস্থাগুলির পক্ষে এ ধরনের পরিষেবা দেওয়া লাভজনক হবে না বলেও ধারণা ট্রাইয়ের। ওয়াই-ফাই পরিষেবা ছড়িয়ে দিতে এই বিকল্প ব্যবস্থা সুবিধাজনক হবে বলে মনে করছে ট্রাই। তাদের প্রস্তাব অনুযায়ী ইন্টারনেট পরিষেবা সংস্থার কাছ থেকে ব্যান্ডউইড্‌থ কিনে তা বিক্রি করা যাবে পিডিও থেকে। দরকার মতো ২ থেকে ২০ টাকা পর্যন্ত ডেটা সেখান থেকে কিনতে পারবেন সাধারণ মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wifi Connection Cheap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE