Advertisement
২৭ এপ্রিল ২০২৪

এক কর কই, প্রশ্ন দু’রাজ্যের পদক্ষেপে

অর্থমন্ত্রী অরুণ জেটলি অবশ্য বৃহস্পতিবার দিল্লির ব্যবসায়ীদের সভায় ফের দাবি করেছেন, তাঁরা সারা দেশের অর্থনীতিকে এক সূত্রে বেঁধেছেন। তবে জিএসটি-র ৭ রকম হার নিয়ে এ দিনই তোপ দেগেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

অরুণ জেটলি ও পি চিদম্বরম

অরুণ জেটলি ও পি চিদম্বরম

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ০২:৪৪
Share: Save:

জিএসটি চালু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু রাজ্য নিজস্ব ক্ষমতা কাজে লাগিয়ে কর বসাতে শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন, তা হলে আর ‘এক রাষ্ট্র, এক কর’ কোথায় হল। অর্থমন্ত্রী অরুণ জেটলি অবশ্য বৃহস্পতিবার দিল্লির ব্যবসায়ীদের সভায় ফের দাবি করেছেন, তাঁরা সারা দেশের অর্থনীতিকে এক সূত্রে বেঁধেছেন। তবে জিএসটি-র ৭ রকম হার নিয়ে এ দিনই তোপ দেগেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। উপরন্তু রাজ্যকে বাড়তি কর বসানোর ক্ষমতা দেওয়ার সমালোচনা করে তিনি বলেছেন, জিএসটি নেহাতই ভাঁওতা।

এ বিষয়ে অসহায়তা প্রকাশ করে রাজস্ব সচিব হাসমুখ আঢিয়া বলেন, ‘‘রাজ্যগুলি চাইলে এই ধরনের কর বাড়াতে-কমাতে পারে। জিএসটি-র সঙ্গে তার সম্পর্ক নেই।’’

উল্লেখ্য, তামিলনাড়ু সিনেমার টিকিটে জিএসটি চালুর পরেও বাড়তি ৩০% প্রমোদ কর বসাতে গিয়েছিল। এমনিতে সিনেমার টিকিটের দাম ১০০ টাকার কম হলে ১৮% জিএসটি, বেশি হলে ২৮%। তামিলনাড়ুতে তার উপরে ৩০% প্রমোদ কর চাপানো হয়। রজনীকান্ত-কমল হাসানদের প্রতিবাদ, সিনেমা হল ধর্মঘটের জেরে তা থেকে পিছিয়ে এসেছে রাজ্য। বিজেপি শাসিত মহারাষ্ট্র গাড়ির রেজিস্ট্রেশন কর ২% বাড়িয়েছে। জিএসটিতে মুম্বই পুরসভার প্রবেশ-কর উঠে গিয়েছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, সেই ক্ষতি পূরণ করতেই এই সিদ্ধান্ত। এখানেই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন ‘এক রাষ্ট্র, এক কর’ নিয়ে কেন্দ্রের দাবির যৌক্তিকতা নিয়ে। তবে জেটলির সওয়াল, বল্লভভাই পটেল সারা দেশকে ভৌগোলিক ভাবে যুক্ত করেন। মোদী সরকার গোটা দেশকে অর্থনৈতিক ভাবে যুক্ত করলেন। এ দিন জেটলি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বলেন, তিনিও সারা দেশে এক বিধি চেয়েছিলেন।

জেটলির পূর্বসূরিরাই অবশ্য জিএসটি নিয়ে কেন্দ্রের যুক্তি মানতে রাজি নন। চিদম্বরম বলেন, ‘‘জিএসটি নিয়ে প্রহসন হয়েছে। ৭ রকম করের হার ঠিক হয়েছে। রাজ্যের আরও কর বসানোর ক্ষমতাও রাখা হয়েছে। কেন্দ্রের উচিত ছিল, ৩টি হারেই সব দলকে রাজি করানো। তাতে তারা ব্যর্থ।’’ বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিন্‌হারও অভিযোগ, ‘‘অন্য রাজ্যগুলি যদি তামিলনাড়ুকে অনুসরণ করে, তা হলে বিভিন্ন ক্ষেত্রে এক এক রাজ্যে আলাদা হারে কর চাপবে। পুরোপুরি বিশৃঙ্খলা তৈরি হবে।’’ চিদম্বরমের দাবি, মনমোহন সিংহ বা প্রণব মুখোপাধ্যায়ও মনে করেন না, যে-জিএসটির কথা ভাবা হয়েছিল, এ সেই জিএসটি। একে কেন্দ্রের ‘নিজস্ব পরোক্ষ কর ব্যবস্থা’ তকমা দেওয়া উচিত। এমনকী অমিত মিত্রকে উদ্ধৃত করে চিদম্বরম বলেন, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বলেন, সেখানে প্রস্তুতি সম্পূর্ণ হয়নি। বহু রাজ্যেরই এই অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE