Advertisement
০১ ডিসেম্বর ২০২৩

ইস্কোয় প্রযুক্তি পেতে চুক্তি সেল, পস্কোর

সেলের বিবৃতি অনুযায়ী কোক ও লোহা ও ইস্পাত তৈরির ব্যাপারে প্রযুক্তি জোগাবে পস্কো। তারা উৎপাদন ব্যবস্থা তদারকিও করবে। গত বছরের নভেম্বরেই পস্কোর সঙ্গে প্রাথমিক চুক্তি করেছিল পস্কো। এই কারিগরি সহায়তা চুক্তি তারই পরবর্তী ধাপ বলে সংস্থা সূত্রের খবর।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০৭:১০
Share: Save:

যুক্তিগত সহায়তা পেতে দক্ষিণ কোরিয়ার ইস্পাত বহুজাতিক পস্কোর সঙ্গে চুক্তি সই করল রাষ্ট্রায়ত্ত স্টিল অথরিটি অব ইন্ডিয়া (সেল)। পশ্চিমবঙ্গের বার্নপুরে ইস্কো কারখানার জন্যই এই চুক্তি, জানিয়েছে সেল।

সেলের বিবৃতি অনুযায়ী কোক ও লোহা ও ইস্পাত তৈরির ব্যাপারে প্রযুক্তি জোগাবে পস্কো। তারা উৎপাদন ব্যবস্থা তদারকিও করবে। গত বছরের নভেম্বরেই পস্কোর সঙ্গে প্রাথমিক চুক্তি করেছিল পস্কো। এই কারিগরি সহায়তা চুক্তি তারই পরবর্তী ধাপ বলে সংস্থা সূত্রের খবর।

দেশের বাজারের জন্য ও রফতানির চাহিদা মেটাতে বার্নপুরে বিশেষ ধরনের রড তৈরি শীঘ্রই শুরু করবে সেল। আর, এ ক্ষেত্রেই কাজে লাগানো হবে পস্কোর প্রযুক্তি। লোকসানে চলা সেল এই মুহূর্তে বিভিন্ন বহুজাতিকের সঙ্গে হাত মিলিয়ে উৎপাদনের হাল ফেরানোর চেষ্টা করছে। সংস্থা সূত্রের দাবি, বাড়তি নজর দিচ্ছে নতুন মিলগুলির উপর, যার মধ্যে রয়েছে এই রড তৈরির ইউনিট। ‘উৎপাদন ক্ষমতা’ ও ‘সম্ভাবনা’ কাজে লাগানোর উপর জোর দিয়েছেন সেল চেয়ারম্যান পি কে সিংহও। সেই লক্ষ্যেই এই চুক্তি।

২০১৭-র জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে সেল-এর লোকসান ছুঁয়েছে ৭৭১.৩ কোটি টাকা। সেলের আর্থিক স্বাস্থ্য ফেরাতে একটি কমিটিও সম্প্রতি গড়েছে কেন্দ্র। সদস্য হিসেবে রয়েছেন, ইস্পাত মন্ত্রকের অফিসাররা ও কারিগরি বিশেষজ্ঞ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE